হিতোপদেশ। 1
1
আভাষ।
1শলোমনের হিতোপদেশ;
তিনি দায়ূদের পুত্র, ইস্রায়েল-রাজ।
2এতদ্দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়,
বুদ্ধির কথা বুঝা যায়;
3উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে,
ধার্ম্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে;
4অবোধদিগকে চতুরতা প্রদান করা যায়,
যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয়।
5জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে,
বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে;
6এতদ্দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বুঝা যায়,
জ্ঞানবানদের বাক্য ও তাহাদের সমস্যা বুঝা যায়।
7সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ;#1:7 (বা) প্রধান অঙ্গ।
অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে।
চেতনা-বাক্য।
8বৎস, তুমি তোমার পিতার উপদেশ শুন,
তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না।
9কারণ সেই উভয় তোমার মস্তকের লাবণ্যভূষণ,
ও তোমার কণ্ঠদেশের হারস্বরূপ হইবে।
10বৎস, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায়,
তুমি সম্মত হইও না।
11তাহারা যদি বলে, ‘আমাদের সঙ্গে আইস,
আমরা রক্তপাত করিবার জন্য লুকাইয়া থাকি,
নির্দ্দোষদিগকে অকারণে ধরিবার জন্য গুপ্ত থাকি,
12পাতালের ন্যায় তাহাদিগকে জীবন্ত গ্রাস করি,
গর্ত্তগামীদের ন্যায় সর্ব্বাঙ্গীণ গ্রাস করি,
13আমরা সর্ব্বপ্রকার বহুমূল্য ধন পাইব,
লুটিত দ্রব্যে স্ব স্ব গৃহ পরিপূর্ণ করিব,
14তুমি আমাদের মধ্যে এক জন অংশী হইবে,
আমাদের সকলেরই এক তোড়া হইবে’;
15বৎস, তাহাদের সঙ্গে সেই পথে চলিও না,
তাহাদের মার্গ হইতে তোমার চরণ নিবৃত্ত কর;
16কারণ তাহাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ে,
তাহারা রক্তপাত করিতে বেগে ধাবমান হয়।
17জাল পাতা হয় অনর্থক,
কোন পক্ষীর দৃষ্টিগোচরে।
18আর উহারা আপনাদেরই রক্তপাত করিতে লুকাইয়া থাকে,
আপনাদেরই প্রাণ ধরিতে গুপ্ত থাকে।
19পরধন-অপহারক সকলেরই এই গতি,
সেই ধন তৎ-গ্রাহকদেরই প্রাণ নষ্ট করে।
প্রজ্ঞার আহ্বান।
20প্রজ্ঞা বাহিরে উচ্চৈঃস্বরে ডাকে,
চকে চকে নিজ রব ছাড়ে;
21সে জনাকীর্ণ পথের মস্তকে আহ্বান করে,
নগর-দ্বার সকলের প্রবেশ স্থানে,
নগরে, সে এই কথা বলে;
22‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসিবে?
নিন্দকেরা কত দিন নিন্দায় রত থাকিবে?
হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করিবে?
23তোমরা আমার অনুযোগে ফির;
দেখ, আমি তোমাদের উপরে আমার আত্মা সেচন করিব,
আমার কথা তোমাদিগকে জ্ঞাত করিব।’
24আমি ডাকিলে তোমরা অসম্মত হইলে,
আমি হস্ত বিস্তার করিলে কেহ মনোযোগ করিলে না;
25কিন্তু তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করিলে,
আমার অনুযোগ শুনিতে চাহিলে না।
26এজন্য তোমাদের বিপদে আমিও হাসিব,
তোমাদের ভয় উপস্থিত হইলে পরিহাস করিব;
27যখন ঝটিকার ন্যায় তোমাদের ভয় উপস্থিত হইবে,
ঘূর্ণবায়ুর ন্যায় তোমাদের বিপদ আসিবে,
যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসিবে।
28তখন সকলে আমাকে ডাকিবে,
কিন্তু আমি উত্তর দিব না,
তাহারা সযত্নে আমার অন্বেষণ করিবে,
কিন্তু আমাকে পাইবে না;
29কারণ তাহারা জ্ঞানকে ঘৃণা করিত,
সদাপ্রভুর ভয় মনোনীত করিত না;
30আমার পরামর্শে সম্মত হইত না,
আমার সমস্ত অনুযোগ তুচ্ছ করিত;
31তাই তাহারা স্ব স্ব আচরণের ফল ভোগ করিবে,
স্ব স্ব কুপরামর্শে উদর পূর্ণ করিবে।
32ফলে, অবোধদের বিপথগমন তাহাদিগকে বধ করিবে,
হীনবুদ্ধিদের নিশ্চিন্ততা তাহাদিগকে বিনষ্ট করিবে;
33কিন্তু যে জন আমার কথা শুনে,
সে নির্ভয়ে বাস করিবে, শান্ত থাকিবে,
অমঙ্গলের আশঙ্কা করিবে না।
Currently Selected:
হিতোপদেশ। 1: BENGALI-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.