YouVersion Logo
Search Icon

ওবদিয় ভাববাদীর পুস্তক। 1

1
ইদোমের বিনাশ। ইস্রায়েলের মঙ্গল।
1ওবদিয়ের দর্শন। প্রভু সদাপ্রভু ইদোমের বিষয়ে এই কথা কহেন।
আমরা সদাপ্রভুর নিকট হইতে বার্ত্তা শুনিয়াছি,
এবং জাতিগণের কাছে এক দূত প্রেরিত হইয়াছে;
তোমরা উঠ, চল,
আমরা তাহার বিপক্ষে যুদ্ধ করণার্থে উঠিয়া যাই।
2দেখ, আমি তোমাকে জাতিগণের মধ্যে ক্ষুদ্র করিয়াছি;
তুমি নিতান্ত অবজ্ঞার পাত্র।
3হে শৈলদরী-বাসি, হে উচ্চস্থান-বাসি,
তোমার অন্তঃকরণের অহঙ্কার তোমাকে বঞ্চনা করিয়াছে;
তুমি মনে মনে কহিতেছ,
কে আমাকে ভূমিতে নামাইবে?
4তুমি যদ্যপি ঈগল পক্ষীর ন্যায় উচ্চে আরোহণ কর,
যদ্যপি তারাগণের মধ্যে তোমার বাসা স্থাপিত হয়,
তথাপি আমি তোমাকে তথা হইতে নামাইব,
ইহা সদাপ্রভু কহেন।
5তোমার নিকটে যদি চোরেরা আইসে,
রাত্রিকালীন বিনাশকেরা আইসে—
তুমি কেমন উচ্ছিন্ন হইল!—
তবে কি কেবল প্রয়োজনমত চুরি করিবে?
তোমার নিকটে যদি দ্রাক্ষা-সংগ্রহকারিগণ আইসে
তাহারা কি কিছু ফল অবশিষ্ট রাখিবে না?
6এষৌর সম্পত্তি কেমন অন্বেষণ করা গিয়াছে! তাহার গুপ্ত ধনের কেমন অনুসন্ধান হইয়াছে!
7যে সকল লোক তোমার সহিত নিয়ম করিয়াছে,
তাহারা তোমাকে সীমা পর্য্যন্ত বিদায় দিয়াছে;
তোমার মিত্রগণ তোমাকে প্রবঞ্চনা করিয়া পরাভব করিয়াছে;
যাহারা তোমার অন্ন ভোজন করে, তাহারা তোমার নীচে ফাঁদ পাতে; ইদোমে কিছু বিবেচনা নাই।
8সদাপ্রভু কহেন,
সে দিন আমি কি ইদোমের জ্ঞানবান্‌দিগকে বিনষ্ট করিব না?
এষৌর পর্ব্বত হইতে কি বুদ্ধি দূর করিব না?
9হে তৈমন, তোমার বীরগণ বিহ্বল হইবে,
যেন এষৌর পর্ব্বত হইতে নরহত্যায় মনুষ্যমাত্র উচ্ছিন্ন হয়।
10তোমার ভ্রাতা যাকোবের প্রতি কৃত দৌরাত্ম্য প্রযুক্ত তুমি লজ্জায় আচ্ছন্ন হইবে
ও চিরকালের জন্য উচ্ছিন্ন হইবে।
11যে দিন তুমি অন্য পক্ষে দাঁড়াইয়াছিলে,
যে দিন বিদেশিগণ তাহার সম্পত্তি হরণ করিয়া লইয়া গিয়াছিল,
ও বিজাতিরা তাহার পুরদ্বারে পুরদ্বারে প্রবেশ করিয়াছিল,
এবং যিরূশালেমের উপরে গুলিবাঁট করিয়াছিল,
সে দিন তুমিও তাহাদের এক জনের সদৃশ ছিলে।
12কিন্তু তোমার ভ্রাতার দিনে, তাহার বিষম দুর্দ্দশার দিনে,
তাহার দিকে দৃষ্টি করিও না;
যিহূদার সন্তানদের বিনাশের দিনে তাহাদের বিষয়ে আনন্দ করিও না,
এবং সঙ্কটের দিনে দর্পকথা বলিও না।
13আমার প্রজাগণের বিপত্তির দিনে তাহাদের পুরদ্বারে প্রবেশ করিও না;
তুমি তাহাদের বিপত্তির দিনে তাহাদের অমঙ্গলের দিকে দৃষ্টি করিও না,
এবং তাহাদের বিপত্তির দিনে তাহাদের সম্পত্তিতে হস্তক্ষেপ করিও না।
14আর তাহাদের পলাতকদিগকে বধ করিবার জন্য পথের সংযোগস্থানে দাঁড়াইও না;
এবং সঙ্কটের দিনে তাহাদের রক্ষাপ্রাপ্ত লোকদিগকে [শত্রুহস্তে] সমর্পণ করিও না।
15কেননা সর্ব্বজাতির উপরে সদাপ্রভুর দিন সন্নিকট;
তুমি যেরূপ করিয়াছ, তোমার প্রতিও সেইরূপ করা যাইবে, তোমার অপকারের ফল তোমারই মস্তকে বর্ত্তিবে।
16কেননা আমার পবিত্র পর্ব্বতে তোমরা যেরূপ পান করিয়াছ,
তদ্রূপ সমুদয় জাতি নিত্য পান করিবে, পান করিতে করিতে গিলিবে, পরে অজাতের ন্যায় হইবে।
17কিন্তু সিয়োন পর্ব্বতে পলাতক দল থাকিবে,
আর তাহা পবিত্র হইবে,
এবং যাকোবের কুল আপনাদের অধিকারের অধিকারী হইবে।
18আর যাকোবের কুল অগ্নি ও যোষেফের কুল শিখা,
আর এষৌর কুল নাড়াস্বরূপ হইবে;
তাহাদের মধ্যে উহারা দাহ করিয়া তাহাদিগকে গ্রাস করিবে;
তাহাতে এষৌর কুলে রক্ষাপ্রাপ্ত কেহ থাকিবে না,
কারণ সদাপ্রভু ইহা বলিয়াছেন।
19তখন দক্ষিণের লোকেরা এষৌর পর্ব্বত,
ও নিম্নভূমির লোকেরা পলেষ্টীয়দের দেশ অধিকার করিবে;
আর লোকেরা ইফ্রয়িমের ভূমি ও শমরিয়ার ভূমি অধিকার করিবে;
এবং বিন্যামীন গিলিয়দকে অধিকার করিবে।
20আর ইস্রায়েল সন্তানদের নির্ব্বাসিত সৈন্য সারিফৎ পর্য্যন্ত কনানীয়দের দেশ অধিকার করিবে,
এবং যিরূশালেমের যে নির্ব্বাসিত লোকেরা সফারদে আছে তাহারা দক্ষিণের নগর সকল অধিকার করিবে।
21আর এষৌর পর্ব্বতের বিচার করণার্থে নিস্তারকর্ত্তৃগণ সিয়োন পর্ব্বতে উঠিবে;
এবং রাজ্য সদাপ্রভুর হইবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ওবদিয় ভাববাদীর পুস্তক। 1