ইয়োবের বিবরণ। 3
3
ইয়োবের বিলাপগীত।
1তৎপরে ইয়োব মুখ খুলিয়া আপনার জন্মদিনকে শাপ দিতে লাগিলেন।
2ইয়োব কহিলেন,
3বিলুপ্ত হউক সেই দিন, যে দিন আমার জন্ম হইয়াছিল,
সেই রাত্রি, যে রাত্রি বলিয়াছিল, ‘পুত্রসন্তান হইল’।
4সেই দিন অন্ধকার হউক;
ঊর্দ্ধ হইতে ঈশ্বর সে দিনের তত্ত্ব না করুন,
দীপ্তি তাহার উপরে বিরাজমান না হউক;
5অন্ধকার ও মৃত্যুচ্ছায়া#3:5 (বা) ঘন তিমির। তাহাকে আদায় করুক,
মেঘ তাহাকে আচ্ছন্ন করুক,
যাহা কিছু দিন অন্ধকার করে, তাহা তাহাকে ত্রাসযুক্ত করুক।
6সেই রাত্রি তিমির গ্রস্ত হউক,
তাহা বৎসরের দিনশ্রেণীতে ভুক্ত না হউক,
তাহা মাসের সংখ্যার মধ্যে গণ্য না হউক।
7দেখ, সেই রাত্রি বন্ধ্যা হউক,
আনন্দগান তাহাতে প্রবেশ না করুক।
8তাহারা তারে শাপ দিউক, যাহারা দিনকে শাপ দেয়,
যাহারা লিবিয়াথনকে জাগাইতে নিপুন।
9তাহার সান্ধ্য নক্ষত্র সকল অন্ধকার হউক,
সে যেন দীপ্তির অপেক্ষায় থাকিলেও দীপ্তি না পায়,
সে যেন ঊষার চক্ষের পাতা দেখিতে না পায়।
10কেননা সে মম জননীর জঠরের কবাট বদ্ধ করে নাই
আমার চক্ষু হইতে কষ্ট গুপ্ত রাখে নাই।
11আমি কেন গর্ভে মরি নাই?
উদর হইতে পড়িবামাত্র কেন প্রাণত্যাগ করি নাই?
12জানুযুগল কেন আমাকে গ্রহণ করিয়াছিল?
স্তনযুগই বা কেন আমাকে দুগ্ধ দিয়াছিল?
13তাহা হইলে এখন শয়ন করিয়া বিশ্রাম করিতাম,
নিদ্রিত হইতাম, শান্তি পাইতাম,;
14রাজগণের ও দেশের মন্ত্রিগণের সহিত থাকিতাম,
যাঁহারা আপনাদের জন্য ধ্বংসস্থান নির্ম্মাণ করিয়াছিলেন;
15বা অধিপতিদের সহিত থাকিতাম, যাঁহাদের স্বর্ণ ছিল,
যাঁহারা রৌপ্য স্ব স্ব গৃহ পরিপূর্ণ করিতেন;
16কিম্বা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হইতাম।
আলোক-দর্শন অপ্রাপ্ত শিশুর তুল্য হইতাম।
17সেই স্থানে দুষ্টগণ আর উৎপাত করে না,
সেই স্থানে শ্রান্তেরা বিশ্রাম পায়;
18তথায় বন্দিগণ নিরাপদে একত্র থাকে,
তাহারা উপদ্রবীর রব আর শুনে না;
19সেই স্থানে ছোট বড় একই,
এবং দাস আপন স্বামী হইতে মুক্ত।
20দুঃখার্ত্তকে কেন দীপ্তি দেওয়া হয়?
তিক্তপ্রাণকে কেন জীবন দেওয়া হয়?
21তাহারা মৃত্যুর আকাঙ্ক্ষা করে, কিন্তু তাহা আইসে না,
তাহারা গুপ্ত ধন অপেক্ষা তাহার সন্ধান করে।
22কবর পাইতে পারিলে তাহারা আহ্লাদ করে,
মহানন্দে উল্লাসিত হয়।
23ঈদৃশ লোকের পথ গুপ্ত,
তাহার চতুর্দ্দিকে ঈশ্বর বেড়া দিয়াছেন।
24আমার হাহাকার আমার ভক্ষ্যবৎ হইতেছে,
আমার আর্ত্তনাদ জলের ন্যায় ঢালা যাইতেছে।
25আমি যাহা ভয় করি, তাহাই আমার ঘটে,
যাহার আশঙ্কা করি, তাহাই উপস্থিত হয়।
26আমার শান্তি নাই, বিরাম নাই, বিশ্রাম নাই;
কেবল উদ্বেগ উপস্থিত হয়।
Currently Selected:
ইয়োবের বিবরণ। 3: BENGALI-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.