YouVersion Logo
Search Icon

ইয়োবের বিবরণ। 22

22
ইলীফসের তৃতীয় বক্তৃতা।
1পরে তৈমনীয় ইলীফস উত্তর করিয়া কহিলেন,
2মনুষ্য কি ঈশ্বরের উপকারী হইতে পারে?
বরং বিবেচক আপনারই উপকারী হয়।
3তুমি ধার্ম্মিক হইলে কি সর্ব্বশক্তিমানের আমোদ হয়?
তুমি সিদ্ধ আচরণ করিলে কি তাঁহার লাভ হয়?
4তিনি কি তোমার ভয়হেতু তোমাকে অনুযোগ করেন,
সেই জন্য কি তোমার সহিত বিচারে প্রবৃত্ত হন?
5তোমার দুষ্ক্রিয়া কি বিস্তর নয়?
তোমার অপরাধের সীমা নাই।
6তুমি অকারণে নিজ ভ্রাতা হইতে বন্ধক লইতে,
তুমি বস্ত্রহীনের বস্ত্র হরণ করিতে।
7তুমি পরিশ্রান্তকে পান করিতে জল দিতে না,
ক্ষুধিতকে আহার দিতে অস্বীকার করিতে।
8কিন্তু দেশ বলবান লোকেরই অধিকার ছিল,
সম্মানের পাত্রই তাহাতে বাস করিত।
9তুমি বিধবাদিগকে রিক্তহস্তে বিদায় করিতে,
পিতৃহীনদিগের বাহু চূর্ণ করা হইত।
10এই কারণ তোমার চতুর্দ্দিকে ফাঁদ আছে,
আকস্মিক ত্রাস তোমাকে বিহ্বল করে।
11অন্ধকার হইয়াছে, তুমি দেখিতে পাইতেছ না,
জলের বন্যা তোমাকে আচ্ছন্ন করিয়াছে।
12ঈশ্বর কি উচ্চতম স্বর্গে থাকেন না?
তারাগণের মাথা দেখ, সে সকল কেমন উচ্চ!
13কিন্তু তুমি কহিতেছ, ঈশ্বর কি জানেন?
অন্ধকারে থাকিয়া তিনি কি শাসন করেন?
14নিবিড় মেঘ তাঁহার অন্তরাল, তিনি দেখেন না,
তিনি গগনমণ্ডলে বিহার করেন।
15তুমি কি প্রাক্কালের সেই পথ ধরিবে,
যাহার পথিকগণ দুর্জ্জন ছিল?
16তাহারা ত অকালে অপনীত হইল,
তাহাদের ভিত্তিমূল বন্যায় ভাসিয়া গেল।
17তাহারা ঈশ্বরকে বলিত, আমাদের নিকট হইতে দূর হও;
সর্ব্বশক্তিমান্‌ আমাদের কি করিবেন?
18তবু তিনি তাহাদের গৃহ উত্তম দ্রব্যে পূর্ণ করিতেন;
কিন্তু দুষ্টদের পরামর্শ আমা হইতে দূরবর্ত্তী।
19ইহা দেখিয়া ধার্ম্মিকগণ আনন্দ করে,
নির্দ্দোষ লোকে উহাদিগকে ঠাট্টা করিয়া বলে,
20“ সত্যই আমাদের বিপক্ষগণ বিনষ্ট হইয়াছে,
অগ্নি উহাদের অবশেষ গ্রাস করিয়াছে।”
21বিনয় করি, ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে;
তাহা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে।
22তাঁহার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ কর,
তাঁহার বাক্য হৃদয়মধ্যে রাখ।
23সর্ব্বশক্তিমানের প্রতি ফিরিলে তুমি সংগঠিত হইবে,
তোমার তাম্বু হইতে অন্যায় দূর কর।
24ধূলার মধ্যেই কাঞ্চন রাখ,
স্রোতোমার্গস্থ প্রস্তরসমূহের মধ্যে ওফীরের সুবর্ণ রাখ;
25তাহাতে সর্ব্বশক্তিমানই তোমার কাঞ্চন হইবেন,
তোমার উজ্জ্বল রৌপ্যস্বরূপ হইবেন।
26তখন তুমি সর্ব্বশক্তিমানে আমোদ করিবে,
ঈশ্বরের প্রতি মুখ তুলিতে পারিবে;
27তাঁহার কাছে বিনতি করিবে, তিনি তোমার কথা শুনিবেন,
তুমি আপন মানত সকল পূর্ণ করিবে।
28তুমি কিছু মনস্থ করিলে তাহা তোমার পক্ষে সফল হইবে,
তোমার পথে দীপ্তি আলো প্রদান করিবে।
29অবনত হইলে তুমি কহিবে, উন্নতি হইবে,
আর তিনি অধোমুখের পরিত্রাণ করিবেন।
30যে ব্যক্তি নির্দ্দোষ নয়, তাহাকেও তিনি উদ্ধার করিবেন,
তোমার হস্তের শুচিতায় সে উদ্ধার পাইবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ইয়োবের বিবরণ। 22