YouVersion Logo
Search Icon

ইয়োবের বিবরণ। 14

14
1মনুষ্য, অবলাজাত সকলে, অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ।
2সে পুষ্পের ন্যায় প্রস্ফুটিত হইয়া ম্লান হয়,
সে ছায়ার ন্যায় চলিয়া যায়, স্থির থাকে না;
3তবু তুমি কি ঈদৃশ প্রাণীর প্রতি চক্ষু মেলিবে?
আমাকে তোমার সঙ্গে কি বিচারে আনিবে?
4অশুচি হইতে শুচির উৎপত্তি কে করিতে পারে?
এক জনও পারে না।
5তাহার আয়ুর দিন নিরূপিত, তাহার মাসের সংখ্যা তোমার কাছে আছে,
তুমি তাহার অলঙ্ঘনীয় সীমা স্থাপন করিয়াছ।
6অন্যত্র দৃষ্টি কর, সে বিরাম প্রাপ্ত হউক,
বেতনজীবীর ন্যায় আপন দিন ভোগ করুক।
7কারণ বৃক্ষের আশা আছে,
ছিন্ন হইলে তাহা পুনর্ব্বার পল্লবিত হইবে,
তাহার কোমল শাখার অভাব হইবে না।
8যদ্যপি মৃত্তিকায় তাহার মূল পুরাতন হয়,
ভূমিতে তাহার গুঁড়ি মরিয়া যায়,
9তথাচ জলের গন্ধ পাইলে তাহা পল্লবিত হয়,
নবরোপিত বৃক্ষের ন্যায় শাখাবিশিষ্ট হয়।
10কিন্তু মানুষ মরিলে ক্ষয় পায়;
মনুষ্য প্রাণত্যাগ করিয়া কোথায় থাকে?
11সমুদ্র হইতে জল চলিয়া যায়,
নদী শুষ্ক হইয়া মরিয়া যায়;
12তদ্রূপ মনুষ্য শয়ন করিলে আর উঠে না,
যাবৎ আকাশ লুপ্ত না হয়, সে জাগিবে না,
নিদ্রা হইতে জাগরিত হইবে না।
13হায়, তুমি আমাকে পাতালে লুকাইয়া রাখিও,
গুপ্ত রাখিও, যাবৎ তোমার ক্রোধ গত না হয়;
আমার জন্য সময় নিরূপণ কর, আমাকে স্মরণ কর।
14মনুষ্য মরিয়া কি পুনর্জীবিত হইবে?
আমি আপন সৈন্যবৃত্তির সমস্ত দিন প্রতীক্ষা করিব,
যে পর্য্যন্ত আমার দশান্তর না হয়।
15পরে তুমি আহ্বান করিবে, ও আমি উত্তর দিব।
তুমি আপন হস্তকৃতের প্রতি মমতা করিবে।
16কিন্তু এখন তুমি আমার পাদবিন্যাস গণিতেছ;
আমার পাপের প্রতি কি লক্ষ্য রাখ না?
17আমার অধর্ম্ম থলীতে বদ্ধ ও মুদ্রাঙ্কিত,
তুমি আমার অপরাধ বাঁধিয়া রাখিতেছ।
18সত্যই পর্ব্বত পড়িয়া বিলুপ্ত হয়,
শৈলও আপন স্থান হইতে সরিয়া যায়,
19জল পাষাণকেও ক্ষয় করে,
তাহার বন্যা ভূমির ধূলি ভাসাইয়া লইয়া যায়;
তদ্রূপ তুমি মর্ত্ত্যের আশা ক্ষয় করিতেছ।
20তুমি চিরতরে তাহাকে পরাজয় করিতেছ, তাহাতে সে চলিয়া যায়,
তুমি তাহার মুখের বিকার করিয়া তাহাকে দূর করিতেছ।
21তাহার সন্তানগণ গৌরবান্বিত হইলে সে তাহা জানে না,
তাহারা অবনত হইলে সে তাহা টের পায় না।
22কেবল তাহার নিজের মাংস ব্যথিত হয়,
তাহার নিজ প্রাণ ব্যাকুল হয়।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ইয়োবের বিবরণ। 14