YouVersion Logo
Search Icon

যিরমিয় ভাববাদীর পুস্তক। 5

5
1তোমরা যিরূশালেমের সড়কে সড়কে দৌড়াদৌড়ি কর,
দেখ, জ্ঞাত হও, এবং তথাকার সকল চকে অন্বেষণ কর;
যদি এমন এক জনকেও পাইতে পার, যে ন্যায়াচরণ করে,
সত্যের অনুশীলন করে, তবে আমি নগরকে ক্ষমা করিব।
2তাহারা যদ্যপি বলে, জীবন্ত সদাপ্রভুর দিব্য,
তথাপি তাহারা মিথ্যা শপথ করে।
3হে সদাপ্রভু, তোমার দৃষ্টি কি সত্যের প্রতি নয়?
তুমি তাহাদিগকে প্রহার করিলেও তাহারা দুঃখার্ত্ত হইল না;
তাহাদিগকে জীর্ণ করিলেও তাহারা শাসন গ্রহণ করিতে অস্বীকার করিল;
তাহারা আপন আপন মুখ পাষাণ হইতেও কঠিন করিল;
তাহারা ফিরিয়া আসিতে অস্বীকার করিল।
4তখন আমি কহিলাম, ইহারা ত দরিদ্র, ইহারা অজ্ঞান,
কারণ সদাপ্রভুর পথ ও আপনাদের ঈশ্বরের বিচার জানে না;
আমি একবার মহৎ লোকদের নিকটে গিয়া তাহাদের কাছে কথা কহিব,
কেননা তাহারা সদাপ্রভুর পথ ও আপনাদের ঈশ্বরের বিচার জানে।
5কিন্তু উহারা একযোগে যোঁয়ালি ভগ্ন করিয়াছে,
বন্ধন ছেদন করিয়াছে।
6এই নিমিত্ত বন হইতে সিংহ আসিয়া তাহাদিগকে বধ করিবে,
জঙ্গলের কেঁদুয়া তাহাদিগকে বিনষ্ট করিবে,
চিতা ব্যাঘ্র তাহাদের নগরের নিকটে প্রহরী হইবে;
যে কেহ নগর হইতে বাহির হইবে, সে বিদীর্ণ হইবে;
কারণ তাহাদের অধর্ম্ম অধিক,
তাহাদের বিপথগমন গুরুতর।
7আমি কিরূপে তোমাকে ক্ষমা করিব?
তোমার সন্তানগণ আমাকে ত্যাগ করিয়াছে;
অনীশ্বরদের নাম লইয়া শপথ করিয়াছে;
আমি তাহাদিগকে পরিতৃপ্ত করিলে তাহারা ব্যভিচার করিল,
ও দলে দলে বেশ্যার বাটীতে গিয়া একত্র হইল।
8তাহারা খাদ্যপুষ্ট অশ্বের ন্যায় ঘুরিয়া বেড়াইল,
প্রত্যেক জন পরস্ত্রীর প্রতি হেষ্রা করিল।
9আমি কি এই সকলের প্রতিফল দিব না,
ইহা সদাপ্রভু কহেন, আমার প্রাণ কি এই প্রকার জাতির প্রতিশোধ দিবে না?
10তোমরা যিরূশালেমের প্রাচীরে উঠিয়া নষ্ট কর,
কিন্তু নিঃশেষে সংহার করিও না;
তাহার পল্লব সকল দূর কর,
কারণ সে সকল সদাপ্রভুর নয়।
11কেননা ইস্রায়েল-কুল ও যিহূদা-কুল আমার বিপরীতে অত্যন্ত বিশ্বাসঘাতকতা করিয়াছে,
ইহা সদাপ্রভু কহেন।
12তাহারা সদাপ্রভুকে অস্বীকার করিয়া বলিয়াছে, ‘উনি তিনি নন; আর আমাদের প্রতি অমঙ্গল ঘটিবে না, আমরা খড়্‌গ কি দুর্ভিক্ষ দর্শন করিব না, 13আর ভাববাদিগণ বায়ুবৎ হইবে, তাহাদের মধ্যে বাক্য নাই, তাহাদেরই প্রতি এইরূপ করা যাইবে।’ 14এই কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিতেছ, এজন্য দেখ, আমি তোমার মুখস্থিত আমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই জাতিকে কাষ্ঠস্বরূপ করিব, উহা ইহাদিগকে গ্রাস করিবে।
15সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল-কুল, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে দূর হইতে এক জাতিকে আনিব; সে বলবান জাতি, সে প্রাচীন জাতি; তুমি সেই জাতির ভাষা জান না, তাহারা কি বলে, তাহা বুঝিতে পার না। 16তাহাদের তূণ খোলা কবরের ন্যায়, তাহারা সকলে বীর পুরুষ। 17তাহারা তোমার পক্ব শস্য ও তোমার অন্ন, তোমার পুত্রকন্যাগণের খাদ্য গ্রাস করিবে; তাহারা তোমার মেষপাল ও গোপাল গ্রাস করিবে; তোমার দ্রাক্ষালতা ও ডুমুরবৃক্ষ গ্রাস করিবে; তুমি যে সকল প্রাচীরবেষ্টিত নগরে বিশ্বাস করিতেছ, সে সকল তাহারা খড়্‌গ দ্বারা চূরমার করিবে।
18কিন্তু সদাপ্রভু কহেন, সেই সময়েও আমি নিঃশেষে তোমাদের সংহার করিব না। 19আর যখন তাহারা বলিবে, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের প্রতি এ সকল কেন করিলেন? তখন তুমি তাহাদিগকে বলিবে, তোমরা যেমন আমাকে ত্যাগ করিয়াছ ও আপনাদের দেশে বিজাতীয় দেবতাদের দাসত্ব করিয়াছ, তেমনি বিদেশে বিদেশীদের দাসত্ব করিবে।
20তোমরা যাকোব-কুলকে এ কথা জানাও, যিহূদার মধ্যে ইহা প্রচার কর, বল, 21হে অজ্ঞান নির্ব্বোধ জাতি, চক্ষু থাকিতে অন্ধ, কর্ণ থাকিতে বধির যে তোমরা, তোমরা এই কথা শুন। 22সদাপ্রভু কহেন, তোমরা কি আমাকে ভয় করিবে না? আমার সাক্ষাতে কি কম্পমান হইবে না? আমি ত বালুকা দ্বারা সমুদ্রের সীমা নিত্যস্থায়ী বিধিক্রমে স্থির করিয়াছি; সে তাহা উল্লঙ্ঘন করিতে পারে না; তাহার তরঙ্গ আস্ফালন করিলেও কৃতার্থ হয় না, কল্লোলধ্বনি করিলেও সীমা অতিক্রম করিতে পারে না। 23কিন্তু এই লোকদের চিত্ত অবাধ্য ও প্রতিকূলাচারী, তাহারা অবাধ্য হইয়া চলিয়া গিয়াছে। 24তাহারা মনে মনে বলে না, আইস, আমরা আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করি; তিনিই উপযুক্ত কালে প্রথম ও শেষ বর্ষার জল দেন; আমাদের জন্য ফসল কাটিবার নিয়মিত সপ্তাহ সকল রক্ষা করেন। 25তোমাদের অপরাধ এই সকল অন্যথা করিয়াছে, তোমাদের পাপ তোমাদের মঙ্গল নিবারণ করিয়াছে।
26কারণ আমার প্রজাদের মধ্যে দুষ্ট লোক পাওয়া যায়, তাহারা ব্যাধের ন্যায় হেঁট হইয়া লুকাইয়া থাকে, তাহারা ফাঁদ পাতে ও মানুষ ধরে। 27পিঞ্জর যেমন পক্ষীতে পরিপূর্ণ, তদ্রূপ তাহাদের বাটী ছলে পরিপূর্ণ; এই জন্য তাহারা উন্নত ও ধানবান্‌ হইয়াছে। 28তাহারা স্থূলকায় ও চাকচিক্যশালী হইয়াছে; হাঁ, তাহারা দুষ্টতার রীতি অপেক্ষাও পাপ করে, তাহারা বিচার করে না, পিতৃহীনের কল্যাণার্থে বিচার করে না, ও দরিদ্রদের বিচার নিষ্পত্তি করে না।
29সদাপ্রভু কহেন, আমি কি এই সকলের প্রতিফল দিব না? আমার প্রাণ কি এই প্রকার জাতির প্রতিশোধ দিবে না? 30দেশের মধ্যে ভয়ানক ও রোমাঞ্চজনক ব্যাপার সাধিত হয়। 31ভাববাদিগণ মিথ্যা ভাববাণী বলে, আর যাজকগণ তাহাদের বশবর্ত্তী হইয়া কর্ত্তৃত্ব করে; আর আমার প্রজারা এই রীতি ভালবাসে; কিন্তু ইহার পরিণামে তোমরা কি করিবে?

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for যিরমিয় ভাববাদীর পুস্তক। 5