YouVersion Logo
Search Icon

যিশাইয় ভাববাদীর পুস্তক। 43

43
1কিন্তু এখন, হে যাকোব, তোমার সৃষ্টিকর্ত্তা,
হে ইস্রায়েল, তোমার নির্ম্মাণকর্ত্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না,
কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার।
2তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে,
আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব; যখন নদ-নদীর মধ্য দিয়া গমন করিবে,
সে সকল তোমাকে মগ্ন করিবে না; যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না,
তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না।
3কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর,
ইস্রায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্ত্তা;
আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিসর,
তোমার পরিবর্ত্তে কূশ ও সবা দিয়াছি।
4তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত,
আমি তোমাকে প্রেম করিয়াছি,
তজ্জন্য আমি তোমার পরিবর্ত্তে মনুষ্যগণকে,
ও তোমার প্রাণের পরিবর্ত্তে জাতিগণকে দিব।
5ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি;
আমি পূর্ব্ব দিক্‌ হইতে তোমার বংশকে আনিব,
ও পশ্চিম দিক্‌ হইতে তোমাকে সংগ্রহ করিব;
6আমি উত্তর দিক্‌কে বলিব, ছাড়িয়া দেও;
দক্ষিণ দিক্‌কেও বলিব, রুদ্ধ রাখিও না;
আমার পুত্রগণকে দূর হইতে,
ও আমার কন্যাদিগকে পৃথিবীর প্রান্ত হইতে আনিয়া দেও;
7যে কেহ আমার নামে আখ্যাত,
যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি [সেই ব্যক্তিকে আনিয়া দেও],
আমি তাহাকে নির্ম্মাণ করিয়াছি,
আমি তাহাকে গঠন করিয়াছি।
8বাহির কর সেই অন্ধ জাতিকে,
যাহার চক্ষু আছে;
সেই বধিরগণকে,
যাহাদের কর্ণ আছে।
9সমুদয় জাতি একত্র হউক,
লোকবৃন্দ সমবেত হউক;
তাহাদের মধ্যে কে ইহার সংবাদ দিতে পারে,
ও পূর্ব্বকার বিষয় আমাদিগকে শুনাইতে পারে?
তাহারা আপনাদের সাক্ষীদিগকে উপস্থিত করুক,
তাহাতে নির্দ্দোষীকৃত হইবে;
অথবা তাহারা শ্রবণ করুক,
ও বলুক, সত্য বটে।
10সদাপ্রভু কহেন, তোমরাই আমার সাক্ষী,
এবং আমার মনোনীত দাস; যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পার,
এবং বুঝিতে পার যে, আমিই তিনি;
আমার পূর্ব্বে কোন ঈশ্বর নির্ম্মিত হয় নাই, এবং আমার পরেও হইবে না।
11আমি, আমিই সদাপ্রভু;
আমি ভিন্ন আর ত্রাণকর্ত্তা নাই।
12আমিই সংবাদ দিয়াছি,
পরিত্রাণ করিয়াছি, ঘোষণা করিয়াছি,
কোন ইতর [দেবতা] তোমাদের মধ্যে ছিল না;
অতএব তোমরাই আমার সাক্ষী, ইহা সদাপ্রভু কহেন, আর আমিই ঈশ্বর।
13[এই] দিবস হইতেও আমিই তিনি,
এবং আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহ নাই;
আমি কার্য্য করিব,
কে তাহা অন্যথা করিবে?
14সদাপ্রভু, তোমাদের মুক্তিদাতা,
ইস্রায়েলের পবিত্রতম, এই কথা কহেন,
আমি তোমাদেরই জন্য বাবিলে লোক পাঠাইয়াছি,
তাহাদের সকলকে পলাতকের ন্যায় আনয়ন করিব,
কল্‌দীয়দিগকে তাহাদের আনন্দগানের নৌকায় করিয়া আনিব।
15আমিই সদাপ্রভু, তোমাদের পবিত্রতম,
ইস্রায়েলের সৃষ্টিকর্ত্তা, তোমাদের রাজা।
16যিনি সমুদ্রে পথ ও প্রচণ্ড
জলরাশিতে মার্গ করিয়া দেন,
17যিনি রথ, অশ্ব, সৈন্য ও বীরগণকে বাহিরে আনয়ন করেন,
—তাহারা এককালে নিদ্রাগত হয়, আর উঠিতে পারিবে না,
তাহারা পাটের ন্যায় মিট্‌মিট্‌ করিতে করিতে নিবিয়া যায়,—
18সেই সদাপ্রভু এই কথা কহেন,
তোমরা পূর্ব্বকার কার্য্য সকল মনে করিও না,
পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না।
19দেখ, আমি এক নূতন কার্য্য করিব,
তাহা এখনই অঙ্কুরিত হইবে; তোমরা কি তাহা জানিবে না?
এমন কি, আমি প্রান্তরমধ্যে পথ,
ও মরুভূমিতে নদনদী করিয়া দিব।
20বন্য জন্তুগণ, শৃগাল ও উষ্ট্র পক্ষী সকল আমার গৌরব করিবে;
কেননা আমি প্রান্তর মধ্যে জল ও মরুভূমিতে নদনদী যোগাই,
আমার প্রজাবৃন্দকে, আমার মনোনীত লোকদিগকে,
পান করাইবার নিমিত্তই যোগাই,;
21সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্ম্মাণ করিয়াছি,
তাহারা আমার প্রশংসা প্রচার করিবে।
22কিন্তু হে যাকোব, আমাকে তুমি ডাক নাই;
হে ইস্রায়েল, তুমি আমার বিষয়ে ক্লান্ত হইয়াছ।
23তুমি আমার কাছে তোমার হোমবলির মেষাদি আন নাই,
তোমার বলিদান দ্বারা আমার সমাদর কর নাই।
আমি নৈবেদ্যের বিষয়ে তোমাকে দাস্যকর্ম্ম করাই নাই,
ধূপের বিষয়ে তোমাকে ক্লান্ত করি নাই।
24তুমি আমার নিমিত্ত রৌপ্যমূল্যে বচ ক্রয় কর নাই,
তোমার বলির মেদে আমাকে তৃপ্ত কর নাই;
কিন্তু তোমার পাপ দ্বারা আমাকে দাস্যকর্ম্ম করাইয়াছ,
তোমার অপরাধ সকল দ্বারা আমাকে ক্লান্ত করিয়াছ।
25আমি, আমিই আমার নিজের অনুরোধে তোমার অধর্ম্ম সকল মার্জ্জনা করি,
তোমার পাপ সকল মনে রাখিব না।
26আমাকে স্মরণ করাইয়া দেও; আইস, আমরা পরস্পর বিচার করি;
তুমি যেন নির্দ্দোষীকৃত হও, তজ্জন্য আপনার কথা বল।
27তোমার আদিপিতা পাপ করিল,
তোমার মধ্যস্থগণ আমার বিপরীতে অধর্ম্ম করিয়াছে।
28এই জন্য আমি পবিত্র স্থানের অধ্যক্ষগণকে অপবিত্র করিলাম,
এবং যাকোবকে অভিশাপে ও ইস্রায়েলকে বিদ্রূপে সমর্পণ করিলাম।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in