গীতসংহিতা 82
82
আসফের একটা গান।
1ঈশ্বর তাঁর বিচার-সভার মধ্যে দাঁড়িয়েছেন;
তিনি শাসনকর্তাদের মাঝখানে থেকে
তাদের বিচার করে আদেশ দিচ্ছেন:
2“আর কতকাল তোমরা অন্যায়ের শাসন চালাবে?
কতকাল দুষ্টদের পক্ষে থাকবে? [সেলা]
3তোমরা গরীব ও অনাথদের প্রতি ন্যায়বিচার কর,
দুঃখী ও অভাবীদের ন্যায্য অধিকার রক্ষা কর,
4গরীব ও কাংগালদের বাঁচাও;
দুষ্টদের হাত থেকে তাদের রক্ষা কর।”
5শাসনকর্তাদের জ্ঞান ও বিচারবুদ্ধি বলে কিছু নেই,
তারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে;
জগৎ-সংসারের সব ভিত্তি টলমল করছে।
6আমি বলেছিলাম, “তোমরা যেন ঈশ্বর,
তোমরা সবাই মহান ঈশ্বরের সন্তান।
7কিন্তু তবুও তোমরা মানুষের মতই মরবে;
অন্যান্য শাসনকর্তাদের মতই তোমাদের পতন হবে।”
8হে ঈশ্বর, তুমি ওঠো, পৃথিবীর বিচার কর,
কারণ সমস্ত জাতিই তোমার অধিকারে আছে।
Currently Selected:
গীতসংহিতা 82: SBCL
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000