হিতোপদেশ 23
23
1তুমি যখন শাসনকর্তার সংগে খেতে বসবে,
তখন তোমার সামনে কি আছে তা ভাল করে খেয়াল করবে।
2যদি তুমি পেটুক হও তবে সাবধান!
তুমি নিজেকে দমনে রেখে খেয়ো।
3তাঁর দামী দামী খাবারে লোভ কোরো না,
কারণ সেই খাবার দেবার পিছনে থাকে
শাসনকর্তার কোন উদ্দেশ্য।
(7)
4ধন লাভের জন্য ব্যস্ত হোয়ো না;
এই ব্যাপারে তোমার বুদ্ধির উপর নির্ভর কোরো না।
5ধনের দিকে একটি বার তাকালে দেখবে সেগুলো আর নেই,
কারণ সেগুলোতে পাখা গজাবেই
আর ঈগলের মত আকাশে উড়ে যাবে।
(8)
6লোভী লোকের খাবার খেয়ো না;
তার দামী দামী খাবার খেতে চেয়ো না;
7কারণ সে এমন লোক যে সব সময়
তার খাবারের দামের কথা ভাবে।
সে তোমাকে বলে, “খাওয়া-দাওয়া কর,”
কিন্তু সে মনে-মুখে এক নয়।
8যেটুকু তুমি খেয়েছ তা তুমি বমি করে ফেলবে,
আর তোমার করা প্রশংসা মিথ্যা হয়ে যাবে।
(9)
9বিবেচনাহীন লোকের কাছে কথা বোলো না;
তোমার কথার মধ্যে যে জ্ঞান রয়েছে তা সে তুচ্ছ করবে।
(10)
10সীমানার পুরানো চিহ্ন-পাথর তুমি সরিয়ে দিয়ো না
কিম্বা অনাথদের জমি দখল কোরো না,
11কারণ তাদের মুক্তিদাতা শক্তিশালী;
তিনি তোমার বিরুদ্ধে মামলায় আত্মীয় হিসাবে
তাদের পক্ষ নেবেন।
(11)
12তুমি শিক্ষার দিকে মন দাও,
আর জ্ঞানের কথায় কান দাও।
(12)
13ছেলে বা মেয়েকে শাসন করতে অবহেলা কোরো না;
তাকে লাঠি দিয়ে মারলে সে মরবে না।
14তাকে অবশ্যই তুমি লাঠি দিয়ে মেরে শাস্তি দেবে,
তাতে মৃতস্থান থেকে তাকে রক্ষা করবে।
(13)
15ছেলে আমার, তোমার অন্তর যদি জ্ঞানপূর্ণ হয়
তবে আমার অন্তর সুখী হবে, হ্যাঁ, আমি সুখী হব।
16যখন তোমার মুখ ঠিক কথা বলবে
তখন আমার অন্তর আনন্দিত হবে।
(14)
17তোমার অন্তর পাপীদের হিংসা না করুক,
বরং সব সময় সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ে
তুমি চলাফেরা কর।
18তাহলে তোমার ভবিষ্যতের আশা আছে,
আর তোমার আশা ছেঁটে ফেলা হবে না।
(15)
19ছেলে আমার, কথা শোন, জ্ঞানী হও,
তোমার অন্তর ঠিক পথে চালাও।
20যারা বেশী পরিমাণে আংগুর-রস খায়
কিম্বা যারা পেটুক ও বেশী মাংস খায়,
তুমি তাদের সংগে যোগ দিয়ো না;
21কারণ মাতাল ও পেটুকেরা গরীব হয়ে যায়,
আর ঘুম ঘুম ভাব মানুষকে ছেঁড়া কাপড় পরায়।
(16)
22তোমার বাবার কথা শোন
যিনি তোমাকে জন্ম দিয়েছেন;
তোমার মা বুড়ী হয়ে গেলে তাকে তুচ্ছ কোরো না।
23যে কোন মূল্যেই হোক না কেন সত্য, জ্ঞান, শিক্ষা
এবং বিচারবুদ্ধি লাভ কর;
কোন কিছুর বদলে তা অন্যকে দিয়ো না।
24ঈশ্বরভক্ত লোকের বাবা মহা আনন্দ লাভ করেন;
জ্ঞানী ছেলের বাবা তাঁর ছেলের দ্বারা সুখী হন।
25তোমার মা-বাবা যেন সুখী হন;
যিনি তোমাকে প্রসব করেছেন তিনি যেন আনন্দিতা হন।
(17)
26ছেলে আমার, আমার শিক্ষায় মনোযোগ দাও;
আমার জীবন দেখে যেন তুমি খুশী হও।
27দেখ, বেশ্যা গভীর গর্তের মত,
আর বিপথে যাওয়া স্ত্রীলোক যেন সরু গর্ত।
28ঐ রকম স্ত্রীলোক ডাকাতের মত ওৎ পেতে থাকে,
আর মানুষের মধ্যে অবিশ্বস্ত লোকদের সংখ্যা বাড়ায়।
(18)
29কে হায় হায় করে? কে বিলাপ করে?
কে ঝগড়া করে? কে বকবক করে?
কে অকারণে আঘাত পায়? কার চোখ লাল হয়?
30যারা অনেকক্ষণ ধরে মদ খায় তাদেরই এই রকম হয়;
তারা মিশানো মদ খেয়ে দেখবার জন্য তার খোঁজে যায়।
31মদের দিকে তাকায়ো না যদিও তা লাল রংয়ের,
যদিও তা পেয়ালায় চক্মক্ করে,
যদিও তা সহজে গলায় নেমে যায়;
32শেষে তা সাপের মত কামড়ায়,
আর বিষাক্ত সাপের মত কামড় দেয়।
33তোমার চোখ তখন অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখবে
আর মন এলোমেলো কথা চিন্তা করবে।
34তুমি হবে মহাসমুদ্রে ঘুমিয়ে থাকা লোকের মত,
কিম্বা মাস্তুলের উপরে শুয়ে থাকা লোকের মত।
35তুমি বলবে, “ওরা আমাকে আঘাত করেছে
কিন্তু আমি ব্যথা পাই নি,
আমাকে ওরা মেরেছে কিন্তু আমি টের পাই নি।
কখন আমি জেগে উঠে আবার মদের খোঁজে যাব?”
(19)
Currently Selected:
হিতোপদেশ 23: SBCL
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000