যিশাইয় 11
11
যিশয়ের একটা চারা গাছ
1যিশয়ের গোড়া থেকে একটা নতুন চারা বের হবেন;
তাঁর মূলের সেই চারায় ফল ধরবে।
2তাঁর উপর থাকবেন
সদাপ্রভুর আত্মা,
জ্ঞান ও বুঝবার আত্মা,
পরামর্শ ও শক্তির আত্মা,
বুদ্ধি ও সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ের আত্মা।
3তিনি সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ে আনন্দিত হবেন।
তিনি চোখে যা দেখবেন তা দিয়ে বিচার করবেন না,
কিম্বা কানে যা শুনবেন তা দিয়ে মীমাংসা করবেন না;
4কিন্তু অভাবীদের প্রতি ন্যায়বিচার করবেন,
আর পৃথিবীর গরীবদের ব্যাপার সততার সংগে মীমাংসা করবেন।
লাঠির মত করে তিনি মুখের কথায় পৃথিবীকে আঘাত করবেন,
আর দুষ্টদের মেরে ফেলবেন তাঁর মুখের শ্বাসে।
5সততা হবে তাঁর কোমর-বাঁধনি
আর বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়াবার পটি।
6নেকড়েবাঘ ভেড়ার বাচ্চার সংগে বাস করবে,
চিতাবাঘ শুয়ে থাকবে ছাগলের বাচ্চার সংগে;
গরুর বাচ্চা, যুব সিংহ ও মোটাসোটা বাছুর একসংগে থাকবে,
আর ছোট ছেলে তাদের চরাবে।
7গরু ও ভাল্লুক একসংগে চরবে,
আর তাদের বাচ্চারা একসংগে শুয়ে থাকবে;
সিংহ গরুর মত খড় খাবে।
8কেউটে সাপের গর্তের কাছে ছোট শিশু খেলা করবে,
আর ছোট ছেলেমেয়ে বিষাক্ত সাপের গর্তে হাত দেবে।
9আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায়
কেউ ক্ষতিও করবে না, ধ্বংসও করবে না,
কারণ সমুদ্র যেমন জলে পরিপূর্ণ থাকে
তেমনি সদাপ্রভুর বিষয়ে জ্ঞানে পৃথিবী পরিপূর্ণ হবে।
10সেই দিন যিশয়ের মূল সব জাতির জন্য পতাকার মত হয়ে দাঁড়াবেন; সব জাতি তাঁর কাছে জড়ো হবে এবং তাঁর বিশ্রামের স্থান গৌরবময় হবে। 11সেই দিন প্রভু তাঁর বেঁচে থাকা লোকদের আসিরিয়া থেকে, মিসর ও পথ্রোষ থেকে, কূশ, এলম, বাবিল, হমাৎ ও দ্বীপগুলো থেকে উদ্ধার করে আনবার জন্য দ্বিতীয়বার তাঁর হাত বাড়িয়ে দেবেন।
12তিনি জাতিদের জন্য একটা পতাকা তুলবেন আর বিদেশে বন্দী থাকা ইস্রায়েলীয়দের জড়ো করবেন; যিহূদার ছড়িয়ে থাকা লোকদের তিনি পৃথিবীর চারদিক থেকে একত্র করবেন। 13ইফ্রয়িমের হিংসা দূর হয়ে যাবে এবং যিহূদার শত্রুভাব আর থাকবে না। ইফ্রয়িম যিহূদার উপর হিংসা করবে না, যিহুদাও ইফ্রয়িমের সংগে শত্রুতা করবে না। 14তারা পশ্চিম দিকে পলেষ্টীয়দের দেশের ঢালু জায়গায় ছোঁ মারবে, তাঁরা একসংগে পূর্ব দিকের দেশ লুট করবে। তারা ইদোম ও মোয়াব দখল করে নেবে আর অম্মোনীয়েরা তাদের অধীন হবে। 15সদাপ্রভু সুয়েজ উপসাগর শুকিয়ে ফেলবেন; তিনি গরম শুকনা বাতাস দিয়ে ইউফ্রেটিস নদীর উপরে তাঁর শক্তি দেখাবেন। তিনি সেটা ভাগ করে সাতটা নালা বানাবেন, যাতে লোকে জুতা পায়ে পার হতে পারে। 16মিসর থেকে বের হয়ে আসবার সময় যেমন ইস্রায়েলীয়দের জন্য একটা পথ হয়েছিল তেমনি তাঁর বেঁচে থাকা লোকদের জন্য আসিরিয়া থেকে একটা রাজপথ হবে।
Currently Selected:
যিশাইয় 11: SBCL
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000