যাত্রাপুস্তক 24
24
মোশির মধ্য দিয়ে ঈশ্বরের ব্যবস্থা দান
1পরে সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণ, নাদব, অবীহূ আর ইস্রায়েলীয়দের সত্তরজন বৃদ্ধ নেতা এবং তুমি আমার কাছে উঠে এস। আসবার সময়ে তোমরা দূরে থেকে উবুড় হয়ে আমাকে ভক্তি জানাবে। 2কিন্তু তুমি একাই আমার কাছে এগিয়ে আসবে, অন্যেরা আসবে না। এরা ছাড়া অন্য ইস্রায়েলীয়েরা যেন তোমার সংগে উঠে না আসে।”
3মোশি যখন ফিরে গিয়ে লোকদের কাছে সদাপ্রভুর সমস্ত কথা বললেন এবং তাঁর সব আইন ঘোষণা করলেন তখন লোকেরা একসংগে বলল, “সদাপ্রভু যা যা বলেছেন আমরা তা সবই করব।” 4সদাপ্রভু যে সব কথা বলেছিলেন মোশি তা লিখে রাখলেন।
পরের দিন মোশি খুব সকালে উঠে পাহাড়ের নীচে একটা বেদী তৈরী করলেন এবং ইস্রায়েলীয় বারো গোষ্ঠীর কথা মনে করে বারোটা পাথরের থাম তৈরী করলেন। 5তারপর তিনি কয়েকজন ইস্রায়েলীয় যুবককে পাঠিয়ে দিলেন আর তারা গিয়ে সদাপ্রভুর উদ্দেশে অনেকগুলো পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করল এবং যোগাযোগ-উৎসর্গ হিসাবে অনেক ষাঁড়ও উৎসর্গ করল। 6মোশি উৎসর্গের রক্তের অর্ধেকটা নিয়ে কয়েকটা পাত্রে রাখলেন এবং বাকী অর্ধেক তিনি বেদীর উপরে ছিটিয়ে দিলেন। 7তারপর তিনি ব্যবস্থা-লেখা বইটা নিয়ে লোকদের পড়ে শোনালেন।
এর উত্তরে লোকেরা বলল, “আমরা বাধ্য থাকব এবং সদাপ্রভু যা যা বলেছেন তা সবই পালন করব।”
8এই কথা শুনে মোশি রক্ত নিয়ে লোকদের উপর ছিটিয়ে দিয়ে বললেন, “এই সেই ব্যবস্থার রক্ত, যে ব্যবস্থা সদাপ্রভু তোমাদের জন্য এই সব কথা অনুসারে স্থির করেছেন।”
9-10এর পর মোশি, হারোণ, নাদব, অবীহূ এবং ইস্রায়েলীয়দের সত্তরজন বৃদ্ধ নেতা পাহাড়ের উপর উঠে গিয়ে ইস্রায়েলীয়দের ঈশ্বরকে দেখলেন। তাঁর পায়ের তলায় ছিল পরিষ্কার আকাশের মত নীলকান্তমণি দিয়ে তৈরী মেঝের মত একটা কিছু। 11ইস্রায়েলীয়দের এই সব নেতারা যদিও ঈশ্বরকে দেখলেন তবু তিনি তাঁদের মেরে ফেললেন না। তাঁরা তাঁকে দেখলেন এবং খাওয়া-দাওয়া করলেন।
12তারপর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি পাহাড়ের উপরে আমার কাছে উঠে এসে কিছুকাল এখানেই থাক। লোকদের শিক্ষা দেবার জন্য পাথরের যে ফলকের উপর আমি আইন-কানুন ও আদেশ লিখে রেখেছি তা আমি তোমাকে দেব।”
13এই কথা শুনে মোশি তাঁর সাহায্যকারী যিহোশূয়কে নিয়ে রওনা হলেন। তারপর তিনি ঈশ্বরের পাহাড়ে গিয়ে উঠলেন। 14তিনি বৃদ্ধ নেতাদের বলে গেলেন, “আমরা ফিরে না আসা পর্যন্ত আপনারা এখানেই অপেক্ষা করুন। হারোণ আর হূর আপনাদের সংগে রইলেন। ঝগড়া-বিবাদ হলে লোকেরা যেন তাঁদের কাছে যায়।”
15মোশি পাহাড়ে উঠবার সময় পাহাড়টা মেঘে ঢেকে গেল, 16আর সিনাই পাহাড়ের উপর সদাপ্রভুর মহিমা স্থির হয়ে রইল। ছয় দিন পর্যন্ত পাহাড়টা মেঘে ঢাকা রইল। তারপর সপ্তম দিনে সেই মেঘের মধ্য থেকে সদাপ্রভু মোশিকে ডাকলেন। 17ইস্রায়েলীয়দের চোখে সদাপ্রভুর মহিমা জ্বলন্ত আগুনের মত হয়ে পাহাড়ের চূড়ায় দেখা দিল। 18পাহাড় বেয়ে উঠতে উঠতে মোশি সেই মেঘের ভিতরে ঢুকে গেলেন। তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত সেই পাহাড়ে রইলেন।
Currently Selected:
যাত্রাপুস্তক 24: SBCL
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000