YouVersion Logo
Search Icon

যাত্রাপুস্তক 20

20
দশ আজ্ঞা
1এর পর ঈশ্বর বললেন, 2“হে ইস্রায়েলীয়েরা, আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর। মিসর দেশের গোলামী থেকে আমিই তোমাদের বের করে এনেছি।
3“আমার জায়গায় কোন দেবতাকে দাঁড় করাবে না।
4“পূজার উদ্দেশ্যে তোমরা কোন মূর্তি তৈরী করবে না, তা আকাশের কোন কিছুর মত হোক বা মাটির উপরকার কোন কিছুর মত হোক কিম্বা জলের মধ্যেকার কোন কিছুর মত হোক। 5তোমরা তাদের পূজাও করবে না, তাদের সেবাও করবে না, কারণ কেবলমাত্র আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর। আমার পাওনা ভক্তি আমি চাই। যারা আমাকে ঘৃণা করে তাদের পাপের শাস্তি আমি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি। 6কিন্তু যারা আমাকে ভালবাসে এবং আমার সব আদেশ পালন করে, হাজার হাজার পুরুষ পর্যন্ত তাদের প্রতি আমার বুক ভরা দয়া থাকবে।
7“কোন বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নাম নেবে না। যে তা করবে তাকে সদাপ্রভু শাস্তি দেবেন।
8“বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে এবং তা পালন করবে। 9সপ্তার ছয় দিন তোমরা পরিশ্রম করবে এবং তোমাদের সমস্ত কাজ করবে, 10কিন্তু সপ্তম দিনটা হল তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামের দিন। সেই দিন তোমরা, তোমাদের ছেলেমেয়ে, তোমাদের দাস-দাসী, তোমাদের পশু বা তোমাদের শহর ও গ্রামে বাস-করা অন্য জাতির লোক, মোট কথা, কারও কোন কাজ করা চলবে না। 11সদাপ্রভু ছয় দিনে মহাকাশ, পৃথিবী, সমুদ্র এবং সেগুলোর মধ্যেকার সব কিছু তৈরী করেছিলেন, কিন্তু সপ্তম দিনে সেই কাজ আর করেন নি। সেইজন্য তিনি এই বিশ্রাম দিনটাকে আশীর্বাদ করে তাঁর নিজের জন্য আলাদা করেছিলেন।
12“তোমাদের মা-বাবাকে সম্মান করে চলবে। তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে।
13“খুন কোরো না।
14“ব্যভিচার কোরো না।
15“চুরি কোরো না।
16“কারও বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।
17“অন্যের ঘর-দুয়ার, স্ত্রী, দাস-দাসী, গরু-গাধা কিম্বা আর কিছুর উপর লোভ কোরো না।”
18ইস্রায়েলীয়েরা যখন বিদ্যুৎ চম্‌কাতে এবং পাহাড় থেকে ধুমা উঠতে দেখল আর মেঘের গর্জন ও শিঙার আওয়াজ শুনল তখন তারা দূরে দাঁড়িয়ে কাঁপতে লাগল। 19তারা মোশিকে বলল, “আপনি আমাদের সংগে কথা বলুন, আমরা শুনব; কিন্তু ঈশ্বর যদি আমাদের সংগে কথা বলেন তবে আমরা মারা পড়ব।”
20তখন মোশি লোকদের বললেন, “তোমরা ভয় কোরো না। ঈশ্বর তোমাদের পরীক্ষার মধ্যে ফেলেছেন যাতে তোমাদের মনে ভক্তির ভাব থাকে এবং তার ফলে তোমরা পাপ না কর। সেইজন্যই তিনি এসেছেন।”
21লোকেরা দূরে দাঁড়িয়ে রইল আর মোশি ঈশ্বরের কাছে সেই ঘন মেঘের দিকে এগিয়ে গেলেন।
বেদী সম্বন্ধে নির্দেশ
22সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েলীয়দের এই কথা বল, ‘আমি সদাপ্রভু স্বর্গ থেকে যে তোমাদের সংগে কথা বলেছি তা তোমরা নিজের চোখে দেখেছ। 23তাই উপাসনার জন্য তোমরা কোন কিছু তৈরী করে আমার সংগে দাঁড় করাবে না। সোনা বা রূপা দিয়ে নিজেদের জন্য কোন দেব-দেবতাও তৈরী করবে না। 24তোমরা মাটি দিয়ে আমার জন্য একটা বেদী তৈরী করবে, আর তার উপর তোমাদের পোড়ানো-উৎসর্গ এবং যোগাযোগ-উৎসর্গের গরু-ছাগল-ভেড়া উৎসর্গ করবে। যে সব জায়গায় আমি আমার নাম স্মরণ করিয়ে দেবার ব্যবস্থা করব সেই সব জায়গায় আমি উপস্থিত হয়ে তোমাদের আশীর্বাদ করব। 25পাথর দিয়ে আমার জন্য কোন বেদী তৈরী করতে গিয়ে সেই পাথরগুলো কাটবে না। তার উপর যন্ত্রপাতি ব্যবহার করলে তোমরা তা অপবিত্র করে ফেলবে। 26আমার বেদী এমনভাবে তৈরী কোরো যাতে তার উপর সিঁড়ি দিয়ে উঠতে না হয়, কারণ সিঁড়ি দিয়ে উঠতে গেলে তোমাদের উলংগতা প্রকাশ পাবে।’ ”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in