৩ যোহন ভূমিকা
ভূমিকা
যোহনের লেখা এই তৃতীয় চিঠিটা পবিত্র নূতন নিয়মের মধ্যে সবচেয়ে ছোট বই। এই চিঠিটা তিনি গাইয় নামে মণ্ডলীর একজন অতিথি পরায়ণ ও আত্মিক নেতার কাছে লিখেছিলেন। তিনি দীমীত্রিয় নামে একজন বিশ্বাসীর প্রশংসা করেছেন এবং নিজের সুবিধা ও ভালবাসার মনোভাব না থাকবার জন্য দিয়ত্রিফেস নামে আর একজন লোককে দোষী করেছেন। দিয়ত্রিফেস্ মণ্ডলীর মধ্যে নিজেকে বড় মনে করত বলে নিজেকে নিজেই কর্তা বানিয়েছিল।
বিষয় সংক্ষেপ:
(ক) শুভেচ্ছা জানানো (১-৪ পদ)
(খ) ঈশ্বরভক্ত গাইয়ের প্রশংসা করা (৫-৮ পদ)
(গ) প্রধান হতে চাওয়া দিয়ত্রিফেস্কে দোষী করা (৯-১১ পদ)
(ঘ) ঈশ্বরভক্ত দীমীত্রিয় (১২ পদ)
(ঙ) যোহনের পরিকল্পনা ও আশীর্বচন (১৩,১৪ পদ)
Currently Selected:
৩ যোহন ভূমিকা: SBCL
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000