2 থিষলনীকীয় ভূমিকা
ভূমিকা
তিনটি কারণের জন্য প্রেরিত্ পৌল এই দ্বিতীয় চিঠি থিষলনীকীর মণ্ডলীর কাছে লিখেছিলেন। অত্যাচারের মধ্যে তাদের উৎসাহ দেবার প্রয়োজন তখনও ছিল (১ অধ্যায়)। তারা তখনও ভণ্ড শিক্ষকদের ভুল শিক্ষার দ্বারা বিপথে পরিচালিত হচ্ছিল, কারণ এই শিক্ষকেরা বলত খ্রীষ্ট আগেই ফিরে এসেছিলেন (২ অধ্যায়)। এছাড়া খ্রীষ্টের ফিরে আসবার এই ভুল খবরের দরুন অনেক বিশ্বাসী অলস হয়ে পড়েছিল (৩ অধ্যায়)। খ্রীষ্টের দ্বিতীয় আগমন ও অবাধ্যতার পুরুষ প্রকাশিত হওয়া সম্বন্ধে পৌল আরও ব্যাখ্যা করেছিলেন এবং ভুল শিক্ষার সংশোধন করেছিলেন। পৌল খ্রীষ্টধর্মের মতবাদ সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন এবং দৈনন্দিন জীবনের জন্য এই পরামর্শ দিয়েছিলেন: খ্রীষ্ট এসে গেছেন, সেই অজুহাতে যদি কেউ কাজ না করে তবে সে যেন না খায়।
বিষয় সংক্ষেপ:
(ক) শুভেচ্ছা জানানো (১:১,২ পদ)
(খ) থিষলনীকীয়দের প্রশংসা করা (১:৩-১২ পদ)
(গ) খ্রীষ্টের ফিরে আসবার বিষয়ে পৌলের শিক্ষা (২ অধ্যায়)
(ঘ) খ্রীষ্টানের উপযুক্ত আচরণ সম্বন্ধে পৌলের শিক্ষা (৩:১-১৫ পদ)
(ঙ) উপসংহার ও আশীর্বচন (৩:১৬-১৮ পদ)
Currently Selected:
2 থিষলনীকীয় ভূমিকা: SBCL
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000