১ তীমথিয় ভূমিকা
ভূমিকা
তীমথিয় ছিলেন এশিয়া মাইনরের একজন যুবক খ্রীষ্টান। তাঁর মা যিহূদী ও বাবা গ্রীক ছিলেন। তীমথিয় ছিলেন পৌলের সংগী ও প্রচার-কাজের সাহায্যকারী। তাঁর কাছে লেখা পৌলের প্রথম চিঠির মূল উদ্দেশ্য ৩:১৪,১৫ পদে পরিষ্কারভাবে বলা হয়েছে। পৌল বলেছেন, ঈশ্বরের মণ্ডলীর লোকদের জন্য উপযুক্ত আচার-ব্যবহারের একটা মাপকাঠি আছে এবং তা তীমথিয়কে জানাবার জন্যই তিনি এই চিঠি তাঁর কাছে লিখেছিলেন। মণ্ডলীতে ভুল শিক্ষার ব্যাপারে তিনি তাঁকে সাবধান করেছিলেন। এছাড়া মণ্ডলীর পরিচালনা ও উপাসনা সম্বন্ধেও তিনি লিখেছিলেন। এগুলোর মধ্যে ছিল মণ্ডলীর মধ্যে প্রার্থনা, উপাসনার সময়ে স্ত্রীলোকের কর্তব্য, মণ্ডলীর নেতাদের যোগ্যতা এবং খ্রীষ্টান বিধবাদের জন্য মণ্ডলীর কর্তব্য। এছাড়া তীমথিয় যেন খ্রীষ্টের একজন ভাল দাস হতে পারেন এবং মণ্ডলীর মধ্যেকার বিশ্বাসীদের বিভিন্ন রকমের লোকদের প্রতি দায়িত্ব পালন করতে পারেন সেইজন্য পৌল এই চিঠি তাঁর কাছে লিখেছিলেন।
বিষয় সংক্ষেপ:
(ক) ভূমিকা (১:১,২ পদ)
(খ) ভণ্ড শিক্ষকদের বিষয়ে তীমথিয়ের প্রতি পৌলের আদেশ (১:৩-২০ পদ)
(গ) মণ্ডলী ও তার নেতাদের বিষয়ে উপদেশ (২,৩ অধ্যায়)
(ঘ) মণ্ডলীর মধ্যেকার বিশ্বাস ত্যাগীদের বিষয়ে সতর্ক করা (৪ অধ্যায়)
(ঙ) বিভিন্ন রকম লোকদের বিষয়ে উপদেশ (৫:১-৬:২ পদ)
(চ) বিশ্বাসীদের সতর্ক করা ও তীমথিয়ের প্রতি উপদেশ (৬:৩-২১)
Currently Selected:
১ তীমথিয় ভূমিকা: SBCL
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000