১ যোহন ভূমিকা
ভূমিকা
যোহন তাঁর প্রথম চিঠিতে ঈশ্বরের পরিবারের লোকদের বর্ণনা দিয়েছেন। ছেলেমেয়েরা যেমন তাদের মা-বাবার মত হয় তেমনি ঈশ্বরের সন্তানেরাও তাঁরই মত হয়। যারা যীশু খ্রীষ্টের উপর বিশ্বাসের ফলে অনন্ত জীবন পেয়েছে তাদের জীবনে নানাভাবে ঈশ্বরীয় স্বভাব দেখা যাবে। প্রভু যীশুই যে তাদের প্রভু ও উদ্ধারকর্তা তা তারা স্বীকার করে, তারা ঈশ্বরকে ভালবাসে, অন্যান্য বিশ্বাসীদের ভালবাসে, ঈশ্বরের আদেশ পালন করে এবং তারা পাপ করতে থাকে না। যোহন তাঁর চিঠির পাঠকদের ঈশ্বর ও তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সংগে যোগাযোগ-সম্বন্ধ রেখে জীবন কাটাবার জন্য উৎসাহ দিচ্ছেন। ভণ্ড শিক্ষকদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য উৎসাহ দিতে ও তাদের উদ্ধারের নিশ্চয়তা দিতে তিনি এই চিঠিটা লিখেছিলেন (৫:১৩)।
বিষয় সংক্ষেপ:
(ক) ভূমিকা (১:১-৪ পদ)
(খ) বিশ্বাসীদের মধ্যে যোগাযোগ-সম্বন্ধ রক্ষা (১:৫-২:১৭ পদ)
(গ) ঈশ্বরের সন্তান ও শয়তানের সন্তান (২:১৮-৩:২৪ পদ)
(ঘ) সত্য আর মিথ্যা (৪:১-৪ পদ)
(ঙ) খ্রীষ্টীয় ভালবাসায় পূর্ণ লোকদের দায়িত্ব (৪:৭-৫:৫ পদ)
(চ) বিজয়ী বিশ্বাস (৫:৬-২১ পদ)
Currently Selected:
১ যোহন ভূমিকা: SBCL
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000