1
রোমীয়দের প্রতি পত্র 14:17-18
পবিত্র বাইবেল
ঈশ্বরের রাজ্য খাদ্য পানীয় নয়, কিন্তু তা ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ। যে এ বিষয়ে খ্রীষ্টের দাসত্ব করে, সে ঈশ্বরের প্রীতিপাত্র এবং মানুষের কাছেও পরীক্ষাসিদ্ধ।
Compare
Explore রোমীয়দের প্রতি পত্র 14:17-18
2
রোমীয়দের প্রতি পত্র 14:8
আমাদের বেঁচে থাকা তো প্রভুরই উদ্দেশ্যে বেঁচে থাকা, আমরা যদি মরি তবে তো প্রভুর জন্যই মরি। তাই আমরা বাঁচি বা মরি, যে ভাবেই থাকি না কেন, আমরা প্রভুরই।
Explore রোমীয়দের প্রতি পত্র 14:8
3
রোমীয়দের প্রতি পত্র 14:19
তাই সেই সব কাজ যা শান্তির পথ প্রশস্ত করে এবং পরস্পরকে শক্তিশালী করে, এস, আমরা তাই করি।
Explore রোমীয়দের প্রতি পত্র 14:19
4
রোমীয়দের প্রতি পত্র 14:13
তাই এস, আমরা অন্যের বিচার করা থেকে বিরত হই, বরং আমরা সিদ্ধান্ত নেব যে আমরা এমন কিছু করব না যাতে আমাদের কোন ভাই বা বোন হোঁচট খায় ও প্রলোভনে পড়ে পাপ করে।
Explore রোমীয়দের প্রতি পত্র 14:13
5
রোমীয়দের প্রতি পত্র 14:11-12
হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে: “‘প্রত্যেক ব্যক্তি আমার সামনে নতজানু হবে। প্রত্যেক ওষ্ঠাধর স্বীকার করবে যে আমি ঈশ্বর, প্রভু বলেন, আমার জীবনের দিব্য, এসব হবেই।’” আমাদের সকলকেই ঈশ্বরের কাছে আমাদের জীবনের হিসাব দিতে হবে।
Explore রোমীয়দের প্রতি পত্র 14:11-12
6
রোমীয়দের প্রতি পত্র 14:1
বিশ্বাসে যে দুর্বল, এমন কোন ভাইকে তোমাদের মধ্যে গ্রহণ করতে অস্বীকার করো না। তার ভিন্ন ধারণা নিয়ে তার সঙ্গে তর্ক করো না।
Explore রোমীয়দের প্রতি পত্র 14:1
7
রোমীয়দের প্রতি পত্র 14:4
তুমি অন্যের ভৃত্যের দোষ ধরবে না। সে ঠিক করছে না ভুল করছে তা তার মনিবই ঠিক করবেন; বরং প্রভুর দাস নির্দোষই হবে কারণ প্রভু তাকে ধার্মিক প্রতিপন্ন করতে পারেন।
Explore রোমীয়দের প্রতি পত্র 14:4
Home
Bible
Plans
Videos