1
রোমীয়দের প্রতি পত্র 13:14
পবিত্র বাইবেল
কিন্তু যেন নব বেশে প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান করি ও দৈহিক কামনা বাসনা চরিতার্থ করার চিন্তায় আর মন না দিই।
Compare
Explore রোমীয়দের প্রতি পত্র 13:14
2
রোমীয়দের প্রতি পত্র 13:8
শুধু পরস্পরের প্রতি ভালবাসার ঋণ ছাড়া কারো কাছে ঋণী থেকো না, কারণ যারা প্রতিবেশীকে ভালবাসে, তারাই ঠিকভাবে বিধি-ব্যবস্থা মেনে চলছে।
Explore রোমীয়দের প্রতি পত্র 13:8
3
রোমীয়দের প্রতি পত্র 13:1
প্রত্যেক মানুষের উচিত দেশের শাসকদের অনুগত থাকা, কারণ দেশ শাসনের জন্য ঈশ্বরই তাদের ক্ষমতা দিয়েছেন। যারা এমন শাসন কার্য্যে নিযুক্ত, ঈশ্বরই তাদের সেই কাজের ক্ষমতা দিয়েছেন।
Explore রোমীয়দের প্রতি পত্র 13:1
4
রোমীয়দের প্রতি পত্র 13:12
“দিন” শুরু হতে আর দেরী নেই। “রাত” প্রায় শেষ হল তাই জীবন থেকে অন্ধকারের ক্রিয়াসকল পরিত্যাগ করে এস এখন পরিধান করি আলোকের রণসজ্জা।
Explore রোমীয়দের প্রতি পত্র 13:12
5
রোমীয়দের প্রতি পত্র 13:10
ভালবাসা কখনও কারোর ক্ষতি করে না, তাই দেখা যাচ্ছে ভালবাসাতেই বিধি-ব্যবস্থা পালন করা হয়।
Explore রোমীয়দের প্রতি পত্র 13:10
6
রোমীয়দের প্রতি পত্র 13:7
তোমাদের কাছে যার যা প্রাপ্য তাকে তা দিয়ে দাও। যে কর আদায় করে তাকে কর দাও; যাদের শ্রদ্ধা করা উচিত তাদের শ্রদ্ধা কর; যাদের সম্মান পাওয়া উচিত তাদের সম্মান কর।
Explore রোমীয়দের প্রতি পত্র 13:7
Home
Bible
Plans
Videos