1
মথিলিখিত সুসমাচার 12:36-37
পবিত্র বাইবেল
আমি তোমাদের বলছি, লোকে যত বেহিসেবী কথা বলে, বিচারের দিনে তার প্রতিটি কথার হিসাব তাদের দিতে হবে। তোমাদের কথার সুত্র ধরেই তোমাদের নির্দোষ বলা হবে, অথবা তোমাদের কথার ওপর ভিত্তি করেই তোমাদের দোষী সাব্যস্ত করা হবে।”
Compare
Explore মথিলিখিত সুসমাচার 12:36-37
2
মথিলিখিত সুসমাচার 12:34
তোমরা কালসাপ! তোমাদের মতো দুষ্ট লোকেরা কি করে ভাল কথা বলতে পারে? মানুষের অন্তরে যা আছে, মুখ দিয়ে তো সে কথাই বার হয়।
Explore মথিলিখিত সুসমাচার 12:34
3
মথিলিখিত সুসমাচার 12:35
ভাল লোক তার অন্তরে ভাল কথাই সঞ্চিত রাখে, আর ভাল কথাই বলে; কিন্তু যার অন্তরে মন্দ বিষয় থাকে, সে তার মুখ দিয়ে মন্দ কথাই বলে।
Explore মথিলিখিত সুসমাচার 12:35
4
মথিলিখিত সুসমাচার 12:31
“তাই আমি তোমাদের বলছি, মানুষের সব পাপ এবং ঈশ্বর-নিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কোন অসম্মানজনক কথাবার্তার ক্ষমা হবে না।
Explore মথিলিখিত সুসমাচার 12:31
5
মথিলিখিত সুসমাচার 12:33
“ভাল ফল পেতে হলে ভাল গাছ থাকা দরকার, কিন্তু খারাপ গাছ থাকলে তোমরা খারাপ ফলই পাবে, কারণ ফল দেখেই গাছ চেনা যায়।
Explore মথিলিখিত সুসমাচার 12:33
Home
Bible
Plans
Videos