1
মথিলিখিত সুসমাচার 11:28
পবিত্র বাইবেল
“তোমরা যারা শ্রান্ত-ক্লান্ত ও ভারাক্রান্ত মানুষ, তারা আমার কাছে এস, আমি তোমাদের বিশ্রাম দেব।
Compare
Explore মথিলিখিত সুসমাচার 11:28
2
মথিলিখিত সুসমাচার 11:29
আমার জোয়াল তোমাদের কাঁধে তুলে নাও, আর আমার কাছ থেকে শেখো, কারণ আমি বিনয়ী ও নম্র, তাতে তোমাদের প্রাণ বিশ্রাম পাবে।
Explore মথিলিখিত সুসমাচার 11:29
3
মথিলিখিত সুসমাচার 11:30
কারণ আমার দেওয়া জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার দেওয়া ভার হাল্কা।”
Explore মথিলিখিত সুসমাচার 11:30
4
মথিলিখিত সুসমাচার 11:27
“আমার পিতা সব কিছুই আমার হাতে সঁপে দিয়েছেন। পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না; আর পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না। পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন সে-ই তাঁকে জানে।
Explore মথিলিখিত সুসমাচার 11:27
5
মথিলিখিত সুসমাচার 11:4-5
এর উত্তরে যীশু তাঁদের বললেন, “তোমরা যা শুনছ ও দেখছ, যোহনকে গিয়ে তা বল অন্ধরা দৃষ্টিশক্তি পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠরোগীরা আরোগ্য লাভ করছে, বধির জনেরা শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠছে, আর দরিদ্র লোকদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে।
Explore মথিলিখিত সুসমাচার 11:4-5
6
মথিলিখিত সুসমাচার 11:15
যার শোনবার মতো কান আছে সে শুনুক।
Explore মথিলিখিত সুসমাচার 11:15
Home
Bible
Plans
Videos