1
লূকলিখিত সুসমাচার 12:40
পবিত্র বাইবেল
তাই তোমরাও প্রস্তুত থেকো, কারণ তোমরা যে সময় আশা করবে না, মানবপুত্র সেই সময় আসবেন।”
Compare
Explore লূকলিখিত সুসমাচার 12:40
2
লূকলিখিত সুসমাচার 12:31
তার চেয়ে বরং তোমরা ঈশ্বরের রাজ্যের বিষয়ে সচেষ্ট হও তাহলে এসবই ঈশ্বর তোমাদের জোগাবেন।
Explore লূকলিখিত সুসমাচার 12:31
3
লূকলিখিত সুসমাচার 12:15
এরপর যীশু লোকদের বললেন, “সাবধান! সমস্ত রকম লোক থেকে নিজেদের দূরে রাখ, কারণ মানুষের প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি থাকলেও তার জীবন তার সম্পত্তির ওপর নির্ভর করে না।”
Explore লূকলিখিত সুসমাচার 12:15
4
লূকলিখিত সুসমাচার 12:34
কারণ যেখানে তোমাদের সম্পদ সেখানেই তোমাদের মনও পড়ে থাকবে।
Explore লূকলিখিত সুসমাচার 12:34
5
লূকলিখিত সুসমাচার 12:25
তোমাদের মধ্যে কে দুশ্চিন্তা করে নিজের আয়ু এক ঘন্টা বাড়াতে পারে?
Explore লূকলিখিত সুসমাচার 12:25
6
লূকলিখিত সুসমাচার 12:22
এরপর যীশু তাঁর অনুগামীদের বললেন, “তাই আমি তোমাদের বলছি, কি খাব বলে প্রাণের বিষয়ে বা কি পরব বলে শরীরের বিষয়ে চিন্তা করো না।
Explore লূকলিখিত সুসমাচার 12:22
7
লূকলিখিত সুসমাচার 12:7
এমন কি তোমাদের মাথার প্রতিটি চুল গোনা আছে। ভয় নেই, বহু চড়াই পাখির চেয়ে তোমাদের মূল্য অনেক বেশী।
Explore লূকলিখিত সুসমাচার 12:7
8
লূকলিখিত সুসমাচার 12:32
“ক্ষুদ্র মেষপাল! তোমরা ভয় পেও না, কারণ তোমাদের পিতা আনন্দের সাথেই সেই রাজ্য তোমাদের দেবেন, এটাই তাঁর ইচ্ছা।
Explore লূকলিখিত সুসমাচার 12:32
9
লূকলিখিত সুসমাচার 12:24
কাকদের বিষয় চিন্তা কর, তারা বীজও বোনে না বা ফসলও কাটে না। তাদের কোন গুদাম বা গোলাঘর নেই, তবু ঈশ্বরই তাদের আহার যোগান। এইসব পাখিদের থেকে তোমরা কত অধিক মূল্যবান!
Explore লূকলিখিত সুসমাচার 12:24
10
লূকলিখিত সুসমাচার 12:29
“আর কি খাবে বা কি পান করবে এ নিয়ে তোমরা চিন্তা করো না, এর জন্য উদ্বিগ্ন হওয়ার কোন দরকার নেই।
Explore লূকলিখিত সুসমাচার 12:29
11
লূকলিখিত সুসমাচার 12:28
মাঠে যে ঘাস আজ আছে আর কাল উনুনে ফেলে দেওয়া হবে, ঈশ্বর তা যদি এত সুন্দর করে সাজান, তবে হে অল্প বিশ্বাসীর দল, তিনি তোমাদের আরো কত না বেশী সাজাবেন!
Explore লূকলিখিত সুসমাচার 12:28
12
লূকলিখিত সুসমাচার 12:2
এমন কিছুই লুকানো নেই যা প্রকাশ পাবে না, আর এমন কিছুই গুপ্ত নেই যা জানা যাবে না।
Explore লূকলিখিত সুসমাচার 12:2
Home
Bible
Plans
Videos