1
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:58
পবিত্র বাইবেল
তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, সুস্থির ও সুদৃঢ় হও। প্রভুর কাজে নিজেকে সব সময় সম্পূর্ণভাবে সঁপে দাও, কারণ তোমরা জান, প্রভুর জন্য তোমাদের পরিশ্রম নিষ্ফল হবে না।
Compare
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:58
2
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:57
কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিনিই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের বিজয়ী করেন।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:57
3
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:33
ভ্রান্ত হয়ো না, “অসৎ সঙ্গ সচ্চরিত্র নষ্ট করে।”
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:33
4
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:10
কিন্তু এখন আমি যা হয়েছি, তা ঈশ্বরের অনুগ্রহের গুনেই হয়েছে। আমার প্রতি তাঁর যে অনুগ্রহ তা নিষ্ফল হয় নি, বরং আমি তাদের সকলের থেকে অধিক পরিশ্রম করেছি। তবে আমি যে এই কাজ করেছিলাম তা নয়; কিন্তু আমার মধ্যে ঈশ্বরের যে অনুগ্রহ ছিল তাতেই তা সম্ভব হয়েছে।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:10
5
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:55-56
“মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়?” মৃত্যুর হুল পাপ আর পাপের শক্তি আসে বিধি-ব্যবস্থা থেকে।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:55-56
6
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:51-52
শোন, আমি তোমাদের এক নিগূঢ়তত্ত্ব বলি। আমরা সকলে মরব এমন নয়, কিন্তু আমাদের সকলেরই রূপান্তর ঘটবে। এক মুহূর্তের মধ্যে যখন শেষ তূরী বাজবে তখন চোখের পলকে তা ঘটবে। হ্যাঁ, তূরী বাজবে, তাতে মৃতেরা সকলে অক্ষয় হয়ে উঠবে, আর আমরা সকলে রূপান্তরিত হব।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:51-52
7
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:21-22
কারণ একজন মানুষের মধ্য দিয়ে যেমন মৃত্যু এসেছে, মৃতদের মধ্য থেকে পুনরুত্থানও তেমনিভাবেই একজন মানুষের দ্বারা এসেছে। কারণ আদমে যেমন সকলের মৃত্যু হয়, ঠিক সেভাবে খ্রীষ্টে সকলেই জীবন লাভ করবে।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:21-22
8
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:53
কারণ এই ক্ষয়শীল দেহকে অক্ষয়তার পোশাক পরতে হবে; আর এই পার্থিব নশ্বর দেহ অবিনশ্বরতায় ভুষিত হবে।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:53
9
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:25-26
কারণ যতদিন না ঈশ্বর তাঁর সমস্ত শত্রুকে খ্রীষ্টের পদানত করছেন, ততদিন খ্রীষ্টকে রাজত্ব করতে হবে। শেষ শত্রু হিসেবে মৃত্যুও ধ্বংস হবে।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 15:25-26
Home
Bible
Plans
Videos