1
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 14:33
পবিত্র বাইবেল
কারণ ঈশ্বর কখনও বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, তিনি শান্তির ঈশ্বর, যা ঈশ্বরের পবিত্র লোকদের মণ্ডলীগুলিতে সত্য।
Compare
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 14:33
2
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 14:1
তোমরা ভালবাসার জন্য চেষ্টা কর এবং অন্য আত্মিক বরদানগুলি লাভ করার জন্য একান্তভাবে চেষ্টা কর। বিশেষ করে যে বরদান পাবার জন্য তোমাদের চেষ্টা করা উচিত, তা হল ভাববাণী বলতে পারা।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 14:1
3
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 14:3
কিন্তু যে ভাববাণী বলে, সে মানুষকে গড়ে তোলে, উৎসাহ ও সান্ত্বনা দেয়।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 14:3
4
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 14:4
যার বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা আছে সে নিজেকেই গড়ে তোলে; কিন্তু যে ভাববাণী বলার ক্ষমতা পেয়েছে সে মণ্ডলীকে গড়ে তোলে।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 14:4
5
করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 14:12
তোমাদের ক্ষেত্রেও ঠিক সেরকমই; যখন তোমরা আত্মিক বরদান লাভ করার জন্য উদগ্রীব, তখন যা মণ্ডলীকে গড়ে তোলে সে বিষয়ে উৎকৃষ্ট হবার চেষ্টা কর।
Explore করিন্থীয়দের প্রতি প্রথম পত্র 14:12
Home
Bible
Plans
Videos