1
1 করিন্থীয় 15:58
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
অতএব, হে আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কাজে সবদিন উপচিয়ে পড়, কারণ তোমরা জান যে, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল না।
Compare
Explore 1 করিন্থীয় 15:58
2
1 করিন্থীয় 15:57
কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদেরকে জয় প্রদান করেন।
Explore 1 করিন্থীয় 15:57
3
1 করিন্থীয় 15:33
ভ্রান্ত হয়ো না, কুসংস্কার শিষ্টাচার নষ্ট করে।
Explore 1 করিন্থীয় 15:33
4
1 করিন্থীয় 15:10
কিন্তু আমি যা আছি, ঈশ্বরের অনুগ্রহেই আছি; এবং আমার প্রতি প্রদত্ত তাঁর অনুগ্রহ নিরর্থক হয়নি, বরং তাঁদের সবার থেকে আমি বেশি পরিশ্রম করেছি, তা না, কিন্তু আমার সহবর্ত্তী ঈশ্বরের অনুগ্রহই করেছে
Explore 1 করিন্থীয় 15:10
5
1 করিন্থীয় 15:55-56
“মৃত্যু জয়ে কবলিত হল।” “মৃত্যু, তোমার জয় কোথায়? মৃত্যু, তোমার হুল কোথায়?” মৃত্যুর হুল হল পাপ, ও পাপের শক্তি হলো নিয়ম।
Explore 1 করিন্থীয় 15:55-56
6
1 করিন্থীয় 15:51-52
দেখ, আমি তোমাদেরকে এক গুপ্ত সত্য বলি; আমরা সবাই মারা যাব না, কিন্তু সবাই রূপান্তরীকৃত হব; এক মুহূর্তের মধ্যে, চোখের পলকে, শেষ তুরী ধ্বনি হবে; কারণ তুরী বাজবে, তাতে মৃতের অক্ষয় হয়ে উত্থাপিত হবে এবং আমরা রূপান্তরীকৃত হব।
Explore 1 করিন্থীয় 15:51-52
7
1 করিন্থীয় 15:21-22
কারণ মানুষের মাধ্যমে যেমন মৃত্যু এসেছে, তেমন আবার মানুষের মাধ্যমে মৃতদের পুনরুত্থান এসেছে। কারণ আদমে যেমন সবাই মরে, তেমনি আবার খ্রীষ্টেই সবাই জীবনপ্রাপ্ত হবে।
Explore 1 করিন্থীয় 15:21-22
8
1 করিন্থীয় 15:53
কারণ এই ক্ষয়ণীয়কে অক্ষয়তা পরিধান করতে হবে এবং এই মর্ত্ত্যকে অমরতা পরিধান করতে হবে।
Explore 1 করিন্থীয় 15:53
9
1 করিন্থীয় 15:25-26
কারণ যত দিন না তিনি “সব শত্রুকে তাঁর পদতলে না রাখবেন,” তাঁকে রাজত্ব করতেই হবে। শেষ শত্রু যে মৃত্যু, সেও বিলুপ্ত হবে।
Explore 1 করিন্থীয় 15:25-26
Home
Bible
Plans
Videos