1
1 করিন্থীয় 14:33
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
কারণ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর না, কিন্তু শান্তির, যেমন পবিত্র লোকদের সকল মণ্ডলীতে হয়ে থাকে।
Compare
Explore 1 করিন্থীয় 14:33
2
1 করিন্থীয় 14:1
তোমরা ভালবাসার অন্বেষণ কর এবং আত্মিক উপহারের জন্য প্রবল উত্সাহী হও, বিশেষভাবে যেন ভাববাণী বলতে পার।
Explore 1 করিন্থীয় 14:1
3
1 করিন্থীয় 14:3
কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে, সে মানুষের কাছে গেঁথে তুলবার এবং উত্সাহ ও সান্ত্বনার কথা বলে।
Explore 1 করিন্থীয় 14:3
4
1 করিন্থীয় 14:4
যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে, সে নিজেকে গেঁথে তোলে, কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে, সে মণ্ডলীকে গেঁথে তোলে।
Explore 1 করিন্থীয় 14:4
5
1 করিন্থীয় 14:12
অতএব তোমরা যখন আত্মিক বরদান পাওয়ার জন্য সম্পূর্ণভাবে উদ্যোগী, তখন প্রবল উত্সাহের সাথে যেন মণ্ডলীকে গেঁথে তুলতে পারো।
Explore 1 করিন্থীয় 14:12
Home
Bible
Plans
Videos