1
1 করিন্থীয় 11:25-26
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
সেইভাবে তিনি খাওয়ার পর পানপাত্রও নিয়ে বললেন, “এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম; তোমরা যত বার পান করবে, আমাকে স্মরণ করে এটা কর।” কারণ যত বার তোমরা এই রুটি খাও এবং পানপাত্রে পান কর, তত বার প্রভুর মৃত্যু প্রচার কর, যে পর্যন্ত তিনি না আসেন।
Compare
Explore 1 করিন্থীয় 11:25-26
2
1 করিন্থীয় 11:23-24
কারণ আমি প্রভুর থেকে এই শিক্ষা পেয়েছি এবং তোমাদেরকেও দিয়েছি যে, প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি নিলেন এবং ধন্যবাদ দিয়ে ভাঙলেন, ও বললেন, “এটা আমার শরীর, এটা তোমাদের জন্য; আমাকে স্মরণ করে এটা কর।”
Explore 1 করিন্থীয় 11:23-24
3
1 করিন্থীয় 11:28-29
কিন্তু মানুষ নিজের পরীক্ষা করুক এবং এই ভাবে সেই রুটি খাওয়া ও সেই পানপাত্রে পান করুক। কারণ যে ব্যক্তি খায় ও পান করে, সে যদি তার দেহ না চেনে, তবে সে নিজের বিচার আজ্ঞায় ভোজন ও পান করে।
Explore 1 করিন্থীয় 11:28-29
4
1 করিন্থীয় 11:27
অতএব যে কেউ অযোগ্যভাবে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে।
Explore 1 করিন্থীয় 11:27
5
1 করিন্থীয় 11:1
আমার অনুকারী হও, যেমন আমি খ্রীষ্টের অনুকারী।
Explore 1 করিন্থীয় 11:1
Home
Bible
Plans
Videos