1
1 করিন্থীয় 10:13
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
মানুষ যা সহ্য করতে পারে, তা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি হয়নি; আর ঈশ্বরে বিশ্বস্ত থাক; তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা হতে দেবেন না, কিন্তু পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করে দেবেন, যা তোমরা সহ্য করতে পার।
Compare
Explore 1 করিন্থীয় 10:13
2
1 করিন্থীয় 10:31
অতএব তোমরা খাবার খাও, কি পান কর, কি যা কিছু কর, সবই ঈশ্বরের গৌরবার্থে কর।
Explore 1 করিন্থীয় 10:31
3
1 করিন্থীয় 10:12
অতএব যে মনে করে, আমি দাঁড়িয়ে আছি, সে সাবধান হোক, যদি পড়ে যায়।
Explore 1 করিন্থীয় 10:12
4
1 করিন্থীয় 10:23
“সব কিছুই আইন সম্মত,” কিন্তু সবই যে আমাদের জন্য বিধেয় অথবা অন্যদের জন্য বিধেয়, তা নয়; হ্যাঁ, “সবই আইন সম্মত,” কিন্তু সবই যে তাদের আত্মিক জীবনে দৃঢ়ভাবে গড়ে তোলে, তা না।
Explore 1 করিন্থীয় 10:23
5
1 করিন্থীয় 10:24
কেউই স্বার্থ চেষ্টা না করুক, কিন্তু প্রত্যেক জন অপরের জন্য ভালো করার চেষ্টা করুক।
Explore 1 করিন্থীয় 10:24
Home
Bible
Plans
Videos