1
যাকোব 3:17
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
কিন্তু যে জ্ঞান স্বর্গ থেকে আসে তা মূলতঃ বিশুদ্ধ, শান্ত, সহনশীল, যুক্তিপূর্ণ, সদয়, শুভফলপ্রদ, এ জ্ঞান সংশয় ও কপটতামুক্ত।
Compare
Explore যাকোব 3:17
2
যাকোব 3:13
তোমাদের মধ্যে প্রাজ্ঞ ও ধীমান কে আছে? সে তার সৎ জীবন ও জ্ঞানীসুলভ বিনয় ও সদাচরণের দ্বারা তার প্রমাণ দিক।
Explore যাকোব 3:13
3
যাকোব 3:18
যারা শান্তিকামী, তারা শান্তিতেই ধর্মের বীজ বপন করে এবং তার ফসল আহরণ করে।
Explore যাকোব 3:18
4
যাকোব 3:16
কারণ যেখানে ঈর্ষা ও স্বার্থান্বেষণ, সেখানেই বিশৃঙ্খলা ও সর্বপ্রকার দুষ্কর্ম ঘটে থাকে।
Explore যাকোব 3:16
5
যাকোব 3:9-10
জিভ দিয়েই আমরা প্রভু ও পিতার প্রশস্তি করি, আবার তা দিয়েই আমরা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট মানুষকে অভিসম্পাত করি। একই মুখে প্রশস্তি ও অভিশাপ উচ্চারিত হয়। বন্ধুগণ, এরকম হওয়া কিন্তু উচিত নয়।
Explore যাকোব 3:9-10
6
যাকোব 3:6
জিভ্য তেমনি আগুনের মত। আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলির মধ্যে জিভ নিজেই খলতায় পরিপূর্ণ এক জগত বিশেষ। জিভ আমাদের সমগ্র সত্তা কলুষিত করে, সংসারচক্রে আগুন জ্বালায় এবং নরকের আগুনে নিজেও জ্বলে।
Explore যাকোব 3:6
7
যাকোব 3:8
কিন্তু জিভকে বশে আনার ক্ষমতা কোন মানুষের নেই। এ অস্থির, অনিষ্টকর, মারাত্মক গরলে ভরা।
Explore যাকোব 3:8
8
যাকোব 3:1
প্রিয় বন্ধুগণ, তোমরা সকলেই শিক্ষক হতে যেও না। তোমরা নিশ্চয়ই জান, আমরা যারা শিক্ষা দিয়ে থাকি তাদের দণ্ড আরও কঠোর হবে।
Explore যাকোব 3:1
Home
Bible
Plans
Videos