1
যাকোব 2:17
পবিএ বাইবেল CL Bible (BSI)
বিশ্বাস যদি কর্মে রূপায়িত না হয় তবে তা নিরর্থক।
Compare
Explore যাকোব 2:17
2
যাকোব 2:26
আত্মাবিহীন* দেহ যেমন মৃত, কর্মবিহীন বিশ্বাসও তেমনি মৃত।
Explore যাকোব 2:26
3
যাকোব 2:14
বন্ধুগণ, কেউ যদি বলে যে তার বিশ্বাস আছে, কিন্তু তার কর্মে যদি তা প্রকাশ না পায় তাহলে কি লাভ? সেই বিশ্বাস কি তাকে উদ্ধার করতে পারে?
Explore যাকোব 2:14
4
যাকোব 2:19
তুমি কি বিশ্বাস কর ঈশ্বর এক, তাহলে ভালই কর। ভূতেরাও একথা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে।
Explore যাকোব 2:19
5
যাকোব 2:18
কেউ হয়তো বলবে, তোমার বিশ্বাস আছে, আর আমার আছে কর্ম। বেশ, তাহলে আমি বলব, কর্ম ছাড়া তোমার বিশ্বাসের প্রমাণ আমাকে দাও, আর আমি কর্মের মধ্য দিয়ে আমার বিশ্বাসের প্রমাণ তোমাকে দেব।
Explore যাকোব 2:18
6
যাকোব 2:13
কারণ যে দয়া করেনি, বিচারে সে দয়া পাবে না। বিচারকালে দয়াধর্ম অগ্রাধিকার পাবে।
Explore যাকোব 2:13
7
যাকোব 2:24
সুতরাং বুঝতে পারছ যে কর্মের দ্বারাই মানুষ ধার্মিক বলে গণ্য হয়, শুধু বিশ্বাসের দ্বারা নয়।
Explore যাকোব 2:24
8
যাকোব 2:22
সুতরাং দেখতে পাচ্ছ, তাঁর বিশ্বাস তাঁর কর্মের মধ্যেই সক্রিয় ছিল এবং কর্মের মধ্যে দিয়েই তাঁর বিশ্বাস পূর্ণতা লাভ করেছিল।
Explore যাকোব 2:22
Home
Bible
Plans
Videos