1
যিশাইয় ভাববাদীর পুস্তক। 2:22
পবিত্র বাইবেল O.V. (BSI)
তোমার মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, যাহার নাসাগ্রে প্রাণবায়ু; ফলে সে কিসের মধ্যে গণ্য?
Compare
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 2:22
2
যিশাইয় ভাববাদীর পুস্তক। 2:3
আর অনেক দেশের লোক যাইবে, বলিবে, চল, আমরা সদাপ্রভুর পর্ব্বতে, যাকোবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি; তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাঁহার মার্গে গমন করিব; কারণ সিয়োন হইতে ব্যবস্থা ও যিরূশালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে।
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 2:3
3
যিশাইয় ভাববাদীর পুস্তক। 2:2
শেষকালে এইরূপ ঘটিবে; সদাপ্রভুর গৃহের পর্ব্বত পর্ব্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, উপপর্ব্বতগণ হইতে উচ্চীকৃত হইবে; এবং সমস্ত জাতি তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে।
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 2:2
Home
Bible
Plans
Videos