1
যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:18
পবিত্র বাইবেল O.V. (BSI)
সদাপ্রভু কহিতেছেন, আইস, আমরা উত্তর প্রত্যুত্তর করি; তোমাদের পাপ সকল সিন্দূরবর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে; লাক্ষার ন্যায় রাঙ্গা হইলেও মেষলোমের ন্যায় হইবে।
Compare
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:18
2
যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:19
তোমরা যদি সম্মত ও আজ্ঞাবহ হও, তবে দেশের উত্তম উত্তম ফল ভোগ করিবে।
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:19
3
যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:17
সদাচরণ শিক্ষা কর, ন্যায়বিচারের অনুশীলন কর, উপদ্রবী লোককে শাসন কর, পিতৃহীন লোকের বিচার নিষ্পত্তি কর, বিধবার পক্ষ সমর্থন কর।
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:17
4
যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:20
কিন্তু যদি অসম্মত ও বিরুদ্ধাচারী হও, তবে খড়্গভুক্ত হইবে; কেননা সদাপ্রভু মুখ এই কথা বলিয়াছে।
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:20
5
যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:16
তোমরা আপনাদিগকে ধৌত কর, বিশুদ্ধ কর, আমার নয়নগোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর কর; কদাচরণ ত্যাগ কর
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:16
6
যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:15
তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব; যদ্যপি অনেক প্রার্থনা কর, তথাপি শুনিব না; তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ।
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:15
7
যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:13
অসার নৈবেদ্য আর আনিও না; ধূপদাহ আমার ঘৃণিত; অমাবস্যা, বিশ্রামবার, সভার ঘোষণা—আমি অধর্ম্মযুক্ত পর্ব্বসভা সহিতে পারি না।
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:13
8
যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:3
গোরু আপন স্বামীকে জানে, গর্দ্দভ আপন প্রভুর যাবপাত্র জানে, কিন্তু ইস্রায়েল জানে না, আমার প্রজাগণ বিবেচনা করে না।
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:3
9
যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:14
আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে; সে সকল আমার পক্ষে ক্লেশকর, আমি সে সকল বহনে পরিশ্রান্ত হইয়াছি।
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 1:14
Home
Bible
Plans
Videos