1
হোশেয় ভাববাদীর পুস্তক। 9:17
পবিত্র বাইবেল O.V. (BSI)
আমার ঈশ্বর তাহাদিগকে অগ্রাহ্য করিবেন, কেননা তাহারা তাঁহার বাক্য মানে নাই; আর তাহারা জাতিগণের মধ্যে ইতস্ততঃ ভ্রমণ করিবে।
Compare
Explore হোশেয় ভাববাদীর পুস্তক। 9:17
2
হোশেয় ভাববাদীর পুস্তক। 9:1
হে ইস্রায়েল, জাতিগণের ন্যায় তুমি উল্লাসে আনন্দ করিও না, কেননা তুমি আপন ঈশ্বরকে ছাড়িয়া ব্যভিচার করিতেছ, শস্যের প্রত্যেক খামারে পণ ভালবাসিতেছ।
Explore হোশেয় ভাববাদীর পুস্তক। 9:1
3
হোশেয় ভাববাদীর পুস্তক। 9:7
প্রতিফল-দানের সময় উপস্থিত, দণ্ডের সময় উপস্থিত, ইহা ইস্রায়েল জ্ঞাত হইবে; ভাববাদী অজ্ঞান, আত্মাবিষ্ট লোক উন্মত্ত; ইহার কারণ তোমার অপরাধের বাহুল্য ও বিদ্বেষের আধিক্য।
Explore হোশেয় ভাববাদীর পুস্তক। 9:7
Home
Bible
Plans
Videos