1
হোশেয় ভাববাদীর পুস্তক। 8:7
পবিত্র বাইবেল O.V. (BSI)
কেননা তাহারা বায়ুরূপ বীজ বপন করে, ঝঞ্ঝারূপ শস্য কাটিবে; তাহার ক্ষেত্রে শস্য নাই; চারা শস্য দিবে না; শস্য দিলেও বিদেশিগণ তাহা গ্রাস করিবে।
Compare
Explore হোশেয় ভাববাদীর পুস্তক। 8:7
2
হোশেয় ভাববাদীর পুস্তক। 8:4
তাহারাই রাজগণকে স্থাপন করিয়াছে, আমা হইতে হয় নাই; তাহারা অধ্যক্ষগণকে নিযুক্ত করিয়াছে, আমি তাহা জানি নাই; তাহারা আপনাদের সুবর্ণ ও রৌপ্য দ্বারা আপনাদের জন্য প্রতিমা নির্ম্মাণ করিয়াছে, যেন তাহারা উচ্ছিন্ন হয়।
Explore হোশেয় ভাববাদীর পুস্তক। 8:4
Home
Bible
Plans
Videos