Лого на YouVersion
Иконка за търсене

যোহন 10

10
মেষপাল ও পালক
1সত্য কথাই তোমাদের আমি বলছি, যে ব্যক্তি সদর দরজা দিয়ে মেষের বাথানে না ঢুকে অন্য দিক দিয়ে টপকে ঢোকে, সে চোর বা ডাকাত ছাড়া আর কিছুই নয়। 2যে ব্যক্তি সদর দরজা দিয়ে ঢোকে সে-ই প্রকৃত মেষপালক। 3দ্বাররক্ষক তাকে দরজা খুলে দেয় এবং মেষপাল তার ডাক শোনে। সে তাদের নাম ধরে ডাকে, পথ দেখিয়ে নিয়ে যায় বাইরে।#যোহন 10:27 4তাদের সকলকে বাইরে নিয়ে যাবার সময় সে চলে আগে আগে আর মেষপাল তার অনুসরণ করে। কারণ তারা তার কন্ঠ স্বর চেনে। 5তারা কোন অচেনা লোককে অনুসরণ করবে না। অচেনা লোকের স্বর তাদের অচেনা বলে তারা বরং তার কাছ থেকে পালিয়ে যাবে।
6গল্পের ছলে এই উপমাটি যীশু তাঁদের বললেন কিন্তু এই উপমার দ্বারা তিনি যে কথা বলতে চেয়েছিলেন তা তাঁরা বুঝতে পারলেন না।#যোহন 12:16; 16:25; মার্ক 9:32
7তাই যীশু আবার বললেন, সত্য, অতি সত্য কথাই আমি তোমাদের বলছি, আমিই হলাম সেই বাথানের দ্বার।#গীত 118:20; যোহন 14:6; মথি 7:13-14 8আমার আগে যারা এসেছিল, মেষপাল তাদের ডাকে কান দেয় নি কারণ ওরা ছিল চোর আর ডাকাত।#যির 23:1-2 9আমিই দ্বার। আমার মধ্য দিয়ে যে বাথানে প্রবেশ করে সে হয় নিরাপদ। নিত্য সে বাথানের ভিতরে বাইরে যাতায়াত করবে, সন্ধান পাবে চারণভূমির।#গীত 118:20; যোহন 14:6 10চোর আসে শুধু চুরি, হত্যা ও ধ্বংস করতে। কিন্তু আমি এসেছি যাতে মানুষ জীবন পায়, লাভ করে জীবনের পূর্ণতা।
11আমিই উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষপালের জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়।#গীত 23:1; লুক 15:4-7; যিশা 40:11; যিহি 34:11-23; 37:24; যোহন 15:13 12কিন্তু বেতনভুক লোক নেকড়ে আসতে দেখলেই মেষপাল ফেলে পালিয়ে যায় কারণ সে মেষপালকও নয় আর মেষগুলিও তার নিজের নয়। নেকড়ে এসে তাদের ধরে নিয়ে যায় এবং মেষপালকে ছত্রভঙ্গ করে দেয়।#মথি 10:16; যিহি 34:5; প্রেরিত 20:29; তীত 1:11; ১ পিতর 5:2-3 13মেষপালেরজন্য বেতনভোগীর কোন দরদ থাকে না, তাই সে পালায়। 14-15আমিই উত্তম মেষপালক। পিতা যেমন আমাকে জানেন এবং আমি পিতাকে জানি ঠিক তেমনি আমি আমার মেষপালকে জানি এবং তারাও আমাকে জানে। আমি তাদের জন্য প্রাণ দিতে পারি।#২ তিম 2:19; যোহন 10:11; মথি 11:27 16আমার আরও মেষ আছে, তারা এ বাথানের নয়। তাদেরও আমায় সংগ্রহ করতে হবে এবং তারাও আমার ডাক শুনবে। তখন হবে একটি মাত্র মেষপাল ও একজন পালক।#যিহি 34:3; 37:24; যোহন 11:52; ১ পিতর 2:25; ইফি 4:5
17জীবন বিসর্জন দিতে আমি প্রস্তুত বলেই পিতা আমাকে ভালবাসেন, তাই আমি জীবন ফিরে পাবে।#ফিলি 2:8-9 18কেউ আমার জীবন আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না, আমি স্বেচ্ছায় এ জীবন বিসর্জন দিচ্ছি। জীবনদান করার অধিকার আমার আছে এবং আবার ফিরে পাবার অধিকারও আমার রয়েছে। পিতার কাছ থেকেই এই অধিকার আমি পেয়েছি।#যোহন 2:19; 5:26
19এই কথাগুলি আবার ইহুদীদের মধ্যে মতভেদ সৃষ্টি করল।#যোহন 7:43; 9:16। 20তাদের মধ্যে অনেকে বলল, ওর ওপর মন্দ আত্মা ভর করেছে ও পাগল। কেন শুনছ ওর কথা?#যোহন 7:20; 8:48; মার্ক 3:21
21অন্যেরা বলল, মন্দ আত্মা ভর করলে কোন লোক এরকম কথা বলতে পারে না। মন্দ আত্মা কি জন্মান্ধকে দৃষ্টিদান করতে পারে?
ইহুদীদের প্রত্যাখ্যান
22তখন ছিল শীতকাল। জেরুশালেমে উদযাপিত হচ্ছিল মন্দির প্রতিষ্ঠার উৎসব। 23যীশু শলোমনের নামাঙ্কিত বারান্দায় বেড়াচ্ছিলেন।#প্রেরিত 3:11; 5:12। 24ইহুদীরা তাঁকে চারদিক থেকে ঘিরে জিজ্ঞাসা করল, আর কতদিন তুমি আমাদের সংশয়ের মধ্যে রাখবে? তুমি যদি মশীহ হও তাহলে তা স্পষ্ট করে বল।#লুক 22:67
25যীশু বললেন, আমি সে কথা তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস কর নি। আমার পিতার নামে অনুষ্ঠিত আমার সমস্ত কাজই তার প্রমাণ,#যোহন 5:36; 6:64; 8:45; 10:38; 14:11 26কিন্তু তোমরা আমার পালের মেষ নও, তাই তোমরা বিশ্বাস কর না। 27আমার নিজের মেষপাল আমার ডাক শোনে, তাদের আমি চিনি এবং তারা আমাকে অনুসরণ করে।#যোহন 8:47; 10:3-4; 18:37 28আমি তাদের দান করি অনন্ত জীবন, তাদের বিনাশ নেই। আমার কাছ থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না।#যোহন 5:28; 6:39; 17:12; 18:9। 29আমার পিতা, যিনি আমার হাতে তাদের দিয়েছেন, তিনি পরাৎপর। কেউ তাদের পিতার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।#যোহন 14:28 30আমার পিতা এবং আমি অভিন্ন।#যোহন 12:45; 14:9; 17:11
31-32ইহুদীরা আবার তাঁকে মারবার জন্য পাথর তুলে দিল। তা দেখে যীশু তাদের বললেন, আমার পিতার দেওয়া শক্তিতে বহু সৎকাজ আমি তোমাদের সামনে করেছি। তার কোনটির জন্য তোমরা আমাকে পাথর মারতে চাও?#8:59
33ইহুদীরা বলল, কোন সৎকালের জন্য নয় কিন্তু তোমার ঈশ্বর নিন্দার জন্যই আমরা পাথর মারতে উদ্যত হয়েছি। তুমি সাধারণ একজন মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে দাবী করছ।#যোহন 5:18; 19:3; মথি 26:65
34যীশু বললেন, শাস্ত্রে লেখা আছে ‘তোমরা সকলের দেবতা’।#গীত 82:6 35ঈশ্বরের বাণী যাদের কাছে প্রকাশিত হয়েছে, তাদেরই বলা হয়েছে ‘দেবতা'-শাস্ত্রবাক্যের কখনও অন্যথা হতে পারে না।#মথি 5:17-18 36তাহলে কেন তোমরা আমার বিরুদ্ধে ঈশ্বর নিন্দার অভিযোগ আনছ-পিতা পবিত্র উদ্দেশ্য সাধনের জন্যই আমাকে উৎসর্গ করে পাঠিয়েছেন এই জগতে, আর তাই আমি বলছি, ‘আমি ঈশ্বরের পুত্র'-এইজন্যই কি?#যোহন 5:17-20 37পিতার অভিপ্রেত কর্ম যদি আমি না করি তাহলে আমাকে তোমরা বিশ্বাস করো না। 38কিন্তু যদি আমি সেই কাজ করি তাহলে আমাকে বিশ্বাস না করলেও আমার কাজকে তার প্রমাণ স্বরূপ বিশ্বাস কর। তাহলেই তোমরা বুঝতে পারবে যে পিতা আমার মধ্যে বিদ্যমান এবং আমিও পিতার মধ্যে বিদ্যমান।#যোহন 10:20।
39তাঁর এ কথায় তারা ক্রুদ্ধ হয়ে আবার তাঁকে গ্রেপ্তার করতে চেষ্টা করল কিন্তু তিনি তাদের হাত এড়িয়ে চলে গেলেন।#যোহন 8:59; লুক 4:30
40যীশু ফিরে গেলেন যর্দন নদীর ওপারে। বাপ্তিষ্মদাতা যোহন যেখানে আগে লোকদের বাপ্তিষ্ম দিতেন, সেইখানে তিনি থাকলেন।#যোহন 1:28 41জনতা এসে জড়ো হল তাঁর কাছে। তারা বলল, যোহন আমাদের কোন অলৌকিক নিদর্শন দেখান নি কিন্তু তিনি এই ব্যক্তি সম্বন্ধে যা কিছু বলছেন, সবই সত্যি। 42বহুলোকই তাঁর উপর বিশ্বাস স্থাপন করল।#যোহন 7:31; 8:30; 11:45; 12:42

Избрани в момента:

যোহন 10: BENGALCL-BSI

Маркирай стих

Споделяне

Копиране

None

Искате ли вашите акценти да бъдат запазени на всички ваши устройства? Регистрирайте се или влезте