Лого на YouVersion
Иконка за търсене

যোহন 1

1
দেহায়িত বাক্
1সৃষ্টির পূর্বেই ছিলেন বাক্। ঈশ্বরের সঙ্গেই বাক্ ছিলেন বিরাজমান। বাক্ ও ঈশ্বর ছিলেন অভিন্নসত্তা।#১ যোহন 1:1-2; যোহন 17:5; প্রকা 19:13 2আদিতে তিনিই ছিলেন ঈশ্বরের সঙ্গে।#হিতো 8:22 3সর্ববস্তু তাঁর মাধ্যমে সৃষ্ট। এমন কিছুর অস্তিত্ব নেই যা তাঁর মাধ্যমে হয়নি সম্ভব।#কল 1:16-17; ১ করি 8:6; হিব্রু 1:2 4সমগ্র সৃষ্টির জীবন ছিল তাঁরই মধ্যে নিহিত, আর সেই জীবনই ছিল মানুষের কাছে ঈশ্বরের দেওয়া জ্যোতি।#যোহন 5:26 5সেই জ্যোতি তমসার মাঝে দীপ্যমান। তমসা তাকে গ্রাস করতে পারেনি।#যোহন 3:19 6ঈশ্বরপ্রেরিত এক ব্যক্তির হল আবির্ভাব, তাঁর নাম যোহন।#লুক 1:13-17; মথি 3:1; মার্ক 1:4 7সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্যদান করতে তিনি এলেন যেন সকলের মধ্যে এই সাক্ষ্য সৃষ্টি করে বিশ্বাস।#লুক 3:3 8তিনি নিজে সেই জ্যোতি ছিলেন না কিন্তু জ্যোতির বিষয়ে সাক্ষ্য দান করতেই হয়েছিল তাঁর আগমন।#যোহন 1:20 9প্রকৃত যে জ্যোতি সর্বমানবকে করে আলোকদান, এ জগতে তাঁর প্রকাশ ছিল প্রত্যাসন্ন। 10এ জগতেই ছিলেন তিনি। যদিও তাঁরই মাধ্যমে সৃষ্ট হয়েছিল এই বিশ্বচরাচর কিন্তু এ জগত জানত না তাঁর পরিচয়।#যোহন 1:3-5 11স্বরাজ্যে তিনি এলেন কিন্তু যারা তাঁর আপনজন তারাই বরণ করল না তাঁকে। 12কিন্তু যারা তাঁকে বরণ করল, বিশ্বাসে গ্রহণ করল তাঁকে, তাদেরই দিলেন তিনি ঈশ্বরের পুত্র হওয়ার অধিকার।#গালা 3:26; ইফি 1:5 13তারা শোণিত সূত্রে নয়, জৈব বাসনায় নয়, মানবিক ইচ্ছাক্রমেও নয়, কিন্তু তাঁরা ঈশ্বর থেকেই জাত।#যোহন 3:5-6
14সেই বাক্ দেহ#1:14 দেহ: মূল গ্রীক পাণ্ডুলিপিতে ‘সার্ক্স’ শব্দটি ব্যবহৃত হয়েছে। এর অর্থ দেহ বা মাংস। ধারণ করলেন। আমাদেরই মাঝে করলেন বসতি। আমরা প্রত্যক্ষ করলাম তাঁর মহিমা, পিতার অনন্য পুত্রের মহিমা-যা করুণা ও সত্যে মণ্ডিত।#যিশা 7:14; 60:1; ২ পিতর 1:16-17; ১ যোহন 1:2; লুক 9:32 15যোহন তাঁরই সম্পর্কে করলেন উদাত্ত ঘোষণা: ইনিই সেই ব্যক্তি, এঁরই সম্পর্কে আমি বলেছিলাম: আমার পরে যিনি আসছেন। তিনি আমার অগ্রগণ্য। কারণ আমার আগে থেকেই তিনি বিদ্যমান।#যোহন 1:27-30; মথি 3:11 16তাঁর পূর্ণতার ভাণ্ডার থেকে আমরা সকলেই পেয়েছি নিরবচ্ছিন্ন করুণাধারা।#কল 1:19; ইফি 3:19; 4:13 17মোশির মাধ্যমে প্রদত্ত হয়েছিল শাস্ত্রীয় বিধান কিন্তু যীশু খ্রীষ্টের#1:17 খ্রীষ্ট: অর্থাৎ অভিষিক্ত। হিব্রু ‘মশীহ’ শব্দের গ্রীক প্রতিশব্দ ‘খ্রীষ্ট’। এটি প্রথমে ছিল একটি উপাধি। ঈশ্বর :যীশুকে মনোনীত করেছিলেন এবং ত্রাণকর্তা ‘প্রভু’ রূপে জগতে পাঠিয়েছিলেন, এই জন্যই যীশুকে ‘খ্রীষ্ট’ উপাধিতে ভূষিত করা হয়েছিল। মাধ্যমে বিতরিত হল অনুগ্রহ ও সত্য।#রোমীয় 6:14; 10:4; যাত্রা 20:1; 34:1; গীত 25:10; 40:10; 85:10 18ঈশ্বরকে কখনও কেউ প্রত্যক্ষ করেনি কিন্তু ঈশ্বরের অনন্য পুত্র#1:18 পুত্র কোন কোন প্রাচীন পাণ্ডুলিপিতে পাওয়া যায়-যিনি স্বয়ং ঈশ্বর। পিতার বক্ষলগ্ন যিনি, তিনিই তাঁকে করেছেন অভিব্যক্ত।#যোহন 6:46; ১ যোহন 4:12; মথি 11:27; লুক 10:22; কল 1:15; ১ তিম 6:16
বাপ্তিষ্মদাতা যোহনের সাক্ষ্য
(মার্ক 3:1-12; মার্ক 1:1-8; লুক 3:1-18)
19-20জেরুশালেমের ইহুদী সমাজের পক্ষ থেকে পুরোহিত ও লেবীয়দের একটি প্রতিনিধি দলকে যোহনের কাছে পাঠিয়ে জিজ্ঞাসা করা হল, তিনি কে? এ বিষয়ে যোহন নীরব রইলেন না, বরং সুস্পষ্টভাবে তাঁর সাক্ষ্য ঘোষণা করে বললেন, আমি খ্রীষ্ট নই।#লুক 3:15; যোহন 5:33; প্রেরিত 13:25 21তারা জিজ্ঞাসা করল, তাহলে কে আপনি? আপনি কি এলিয়? তিনি উত্তর দিলেন না, আমি এলিয় নই। তারা তখন জিজ্ঞাসা করল, আপনি কি সেই প্রত্যাশিত নবী? তিনি বললেন, না।#মথি 17:10-13; দ্বি.বি. 18:15; যোহন 6:41; 7:48 22তারা তাঁকে বলল, তাহলে আমাদের বলুন, কে আপনি? যাঁরা আমাদের পাঠিয়েছেন, তাঁদের কাছে আমাদের এর উত্তর নিয়ে যেতে হবে। আপনার নিজের সম্বন্ধে আপনার কি বক্তব্য? 23যোহন নবী যিশাইয়র উক্তি দিয়ে তাদের উত্তর দিলেন, আমি হচ্ছি সেই কন্ঠস্বর যা মরুপ্রান্তরে ঘোষণা করছেঃ
সরল করে দাও প্রভুর আগমনের পথ।#যিশা 40:3; মথি 3:3; মার্ক 1:3; লুক 3:4
24ফরিশীরাও কয়েকজন দূত পাঠিয়েছিল তাঁর কাছে। 25তারা তাঁকে জিজ্ঞাসা করল, আপনি যদি খ্রীষ্ট না হন, যদি এলিয় বা সেই প্রত্যাশিত নবী না হন, তাহলে কেন আপনি বাপ্তিষ্ম দিচ্ছেন?#মথি 21:25 26-27যোহন তাদের উত্তর দিলেন, আমি জলে বাপ্তিষ্ম দিচ্ছি। কিন্তু যিনি আমার পরে আসছেন, তিনি তোমাদেরই মাঝে আছেন, তাঁকে তোমরা চেন না। আমি তাঁর পাদুকাবন্ধন খোলারও যোগ্য নই।#মথি 3:11; মার্ক 1:7-8; প্রেরিত 13:25; মার্ক 1:7; লুক 3:16 28বেথানিতে, যর্ডনের তীরে যেখানে যোহন বাপ্তিষ্ম দিচ্ছিলেন, সেখানে এই সমস্ত ঘটনা ঘটেছিল।#মথি 3:6-13
ঈশ্বরের মেষশাবক
29পরের দিন যোহন যীশুকে তাঁর কাছে আসতে দেখে বললেন, ঐ দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি হরণ করেন।#যোহন 1:36; যিশা 53:7; যাত্রা 12:3 30ইনিই সেই ব্যক্তি। এঁর সম্বন্ধে আমি বলেছিলাম: ‘আমার পরে যিনি আসছেন, তিনি আমার চেয়ে মহান’। তিনি আমার জন্মের পূর্ব থেকেই বিদ্যমান।#যোহন 1:15-27 31আমি নিজেও তাঁকে জানতাম না, তিনি কে। কিন্তু এখন আমি জলে বাপ্তিষ্ম দান করছি যেন ইসরায়েল জাতির কাছে ব্যক্ত হয় তাঁর পরিচয়। এই জন্যই আমার আগমন।
32যোহন আরও সাক্ষ্য দিলেন, আমি দেখলাম, পবিত্র আত্মা কপোতের মত স্বর্গ থেকে নেমে এসে তাঁর উপর অধিষ্ঠান করলেন।#মথি 3:16; মার্ক 1:10; লুক 3:22 33আমি তখনও তাঁকে চিনতাম না কিন্তু যিনি আমাকে জলে বাপ্তিষ্ম দিতে পাঠিয়েছেন, তিনিই আমাকে বলেছেন যে, পবিত্র আত্মাকে যাঁর উপর অবতরণ করতে দেখবে, জেনো, তিনিই বাপ্তিষ্মদান করবেন পবিত্র আত্মায়। 34আমি তাঁকে দেখেছি এবং আমার সাক্ষ্য এই: ইনিই ঈশ্বরের পুত্র।#মথি 3:17; মার্ক 1:11; লুক 3:22
যীশুর প্রথম শিষ্যদল
35পরের দিন যোহন তাঁর দুজন শিষ্যের সঙ্গে দাঁড়িয়েছিলেন। 36সেখান দিয়ে যীশুকে যেতে দেখে তিনি বললেন, ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক।#যোহন 1:29; যিশা 53:7 37তাঁর শিষ্য দুজন তাঁর এই কথা শুনে যীশুর অনুসরণ করলেন। 38যীশু পিছন ফিরে তাঁদের আসতে দেখে জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের সন্ধান করছ? তাঁরা বললেন, কোথায় আপনি থাকেন গুরুদেব? 39তিনি বললেন, এস, দেখত পাবে। তাঁরা তাঁর সঙ্গে গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন এবং সেইদিন তাঁর সঙ্গেই কাটালেন। তখন প্রায় বেলা চারটে।
40যোহনের কথা শুনে যে দুজন যীশুর অনুসরণ করেছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন শিমোন পিতরের ভাই আন্দ্রিয়। তাঁর ভাই শিমোনের সঙ্গে দেখা হতেই তিনি তাঁকে বললেন,#মথি 4:18-22; মার্ক 1:16-20; লুক 5:2-11 41আমরা মশীহের দেখা পেয়েছি। (এর অর্থ গ্রীক ভাষায় খ্রীষ্ট।)#১ শমু 2:10; গীত 2:2 42তিনি শিমোনকে নিয়ে এলেন যীশুর কাছে। যীশু তাঁর দিকে চেয়ে বললেন, তুমি যোহনের পুত্র শিমোন, তোমার নাম হবে কৈফা (অর্থাৎ পাথর)।#মথি 16:18; মার্ক 3:16
ফিলিপ ও নথনেলের প্রতি আহ্বান
43পরের দিন যীশু গালীল প্রদেশে যাওয়া ঠিক করলেন। সেখানে ফিলিপের সঙ্গে তাঁর দেখা হল। যীশু তাঁকে বললেন, আমার অনুগামী হও। 44ফিলিপ ছিলেন বেথসৈদা শহরের লোক। এই শহরে পিতর ও আন্দ্রিয়ও বাস করতেন। 45নথনেলের সঙ্গে ফিলিপের দেখা হলে ফিলিপ তাঁকে বললেন, বিধানশাস্ত্রে মোশি যাঁর কথা লিখে গেছেন এবং নবীরাও যাঁর কথা লিখে গেছেন এবং নবীরাও যাঁর কথা লিখে গেছেন, আমরা তাঁর দেখা পেয়েছি। ইনি নাসরত নিবাসী যীশু, যোষেফের পুত্র।#দ্বি.বি. 18:18; যিশা 7:14; 53:2; যির 23:5; যিহি 34:23 46নথনেল তাঁকে জিজ্ঞাসা করলেন, নাসরত থেকে কি ভাল কিছুর উদ্ভব হওয়া সম্ভব? ফিলিপ বললেন, এস, দেখে যাও।#যোহন 7:41-52
47যীশু নথনেলকে তাঁর কাছে আসতে দেখে বললেন, এই দেখ একজন প্রকৃত ইসরায়েলী যার মধ্যে কোন কপটতা নেই।#গীত 32:2; 73:1; আদি 25:27 48নথনেল তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে কি করে চিনলেন? যীশু বললেন, ফিলিপ তোমার ডাকার আগে তুমি যখন ডুমুর গাছের তলায় ছিলে, আমি তখনই তোমাকে দেখেছিলাম। 49নথনেল তাঁকে বললেন, গুরুদেব, আপনি ঈশ্বরের পুত্র, আপনিই ইসরায়েলের রাজা।#যোহন 6:69; গীত 2:7; মথি 14:33; 16:16 50যীশু তাঁকে বললেন, ডুমুর গাছের তলায় আমি তোমাকে দেখেছি-এ কথা বললাম বলেই কি তুমি বিশ্বাস করলে? এর চেয়েও মহৎ অনেক কিছুই তুমি দেখবে। 51তিনি আরও বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা দেখবে স্বর্গ উন্মুক্ত হয়ে গেছে এবং ঈশ্বরের দূতেরা মানবপুত্রের কাছে আসা যাওয়া করছেন।#আদি 28:12; মথি 4:11; মার্ক 1:13

Избрани в момента:

যোহন 1: BENGALCL-BSI

Маркирай стих

Споделяне

Копиране

None

Искате ли вашите акценти да бъдат запазени на всички ваши устройства? Регистрирайте се или влезте

Безплатни планове за прочит и посвещения, свързани с যোহন 1

YouVersion използва бисквитки, за да персонализира Вашето преживяване. Като използвате нашия уебсайт, Вие приемате използването на бисквитки, както е описано в нашата Политика за поверителност