লুক 15

15
হারানো মেষের উপাখ্যান
(মথি 18:12-14)
1কর-আদায়কারী ও পণ্ডিতেরা যীশুর কথা শুনবার জন্য তাঁর কাছে আসছে দেখে,#লুক 5:29-30 2ফরিশী#15:2 ইহুদীদের একটি নীতিবাগীশ সম্প্রদায়। ও শাস্ত্রীরা বিরক্তি প্রকাশ করে বলতে লাগল, এই লোকটি পাপীদের সঙ্গে মেলা-মেশা করে, এমন কি ওদের সঙ্গে খাওয়া-দাওয়া করে। 3যীশু তখন কথাচ্ছলে তাদের বললেন,#মথি 10:6; 15:24 4ধর, তোমাদের মধ্যে কারও একশোটি মেষ আছে। তার মধ্যে একটি যদি হারিয়ে যায় তাহলে সে কি করবে? নিরানব্বইটা মেষকে মাঠে রেখে হারানো মেষটি ফিরে না পাওয়া পর্যন্ত সে কি তাকে খুঁজে বেড়াবে না?#মথি 18:12-14#যিহি 34:11-16; লুক 9:10 5খুঁজে পেলে সেটিকে কাঁধে তুলে নিয়ে সে আনন্দ করবে। 6তারপর বাড়ি ফিরে এসে, সে তার বন্ধু-বান্ধব ও পাড়া প্রতিবেশীদের ডেকে বলবে, ‘আমার হারিয়ে যাওয়া মেষটি ফিরে পেয়এছি, এস আমার সঙ্গে আনন্দ কর।’ 7ঠিক সেই রকম তোমাদের আমি বলছি যে, একজন পাপী হৃদয় পরিবর্তন করেল স্বর্গে যত আনন্দ হবে, নিরানব্বই জন ধার্মিক, যাদের এই পরিবর্তনের প্রয়োজন নেই, তাদের জন্য তত আনন্দ হবে না।#লুক 5:32
হারানো সিকির উপাখ্যান
8অথবা মনে কর, কোন একটি স্ত্রীলোকের যদি দশটি সিকি থাকে এবং তার মধ্যে যদি সে একটি হারিয়ে ফেলে, তাহলে প্রদীপ জ্বেলে সিকিটি না পাওয়া পর্যন্ত ঘর ঝাঁট দিয়ে সে ভাল করে কি খুঁজে দেখবে না? 9তারপর সেটি খুঁজে পেলে সে তার বন্ধু ও প্রতিবেশীদের ডেকে বলবে, ‘আমার হারিয়ে যাওয়া সিকিটি খুঁজে পেয়েছি, এস, আমার সঙ্গে আনন্দ কর।’ 10ঠিক সেইরকম তোমাদের আমি বলছি, একজন পাপী হৃদয় পরিবর্তন করলে ঈশ্বরের দূতেরা তেমনি আনন্দ করে।#ইফি 3:10
হারানো পুত্রের উপাখ্যান
11যীশু বলে চললেনঃ এক ব্যক্তির দুটি ছেলে ছিল। 12ছোট ছেলেটি তার বাবাকে বলল, ‘বাবা, আমার প্রাপ্য সম্পত্তির অংশ আমায় দিয়ে দাও।’ তিনি তখন তাঁর সম্পত্তি দুজনের মধ্যে ভাগ করে দিলেন। 13কিছুদিনের মধ্যেই ছোট ছেলে তার সমস্ত সম্পত্তি বিক্রী করে টাকা-পয়সা নিয়ে দূর দেশে চলে গেল সেখানে গিয়ে সে উচ্ছৃহ্খল ভাবে জীবন যাপন করে সমস্ত অর্থ নষ্ট করে ফেলল।#হিতো 29:3 14তার হাতে যে অর্থ ছিল সব শেষ হয়ে গেল —এদিকে সারা দেশে তখন দেখা দিল দুর্ভিক্ষ। দারুণ অভাবের মধ্যে পড়ল সে। 15তখন সে সেই দেশের একজন গৃহস্থের বাড়িতে গিয়ে আশ্রয় নিল। গৃহস্থ তাকে শুয়োর চরানোর জন্য মাঠে পাঠিয়ে দিল। 16শুয়োরেরা যে শুঁটি খেত, তাই দিয়ে তাকে পেট ভরাতে হত। কেউ তাকে কিছু খেতে দিত না। 17কিন্তু একদিন তার চেতনা হল। সে মনে মনে ভাবল, ‘আমার বাবার বাড়িতে কত মজুর খাটে, তারা সবাই পেটভরে খাবার পরও কত খাবার বেঁচে যায়, আর আমি এদিকে খিদেয় মরছি। 18আমি বাবার কাছে ফিরে যাব, গিয়এ তাঁকে বলব, ‘বাবা, আমি ঈশ্বরের কাছে এবং আপনার কাছে পাপ করেছি।#যির 3:12-13; গীত 51:4 19আপনার পুত্র বলে পরিচয় দেবার যোগ্যতা আমার আর নেই। আমাকে আপনার একজন দিন মজুর করেই রাখুন।’ 20তখন সে তার বাবার কাছে ফিরে এল। দূর থেকেই তাকে দেখতে পেয়ে তার বাবার মন মমতায় গলে গেল। তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুম্বন করলেন। 21সেই ছেলে তখন তাঁকে বলল, ‘বাবা, আমি ঈশ্বরের কাছে এবং আপনার কাছে পাপ করেছি। আমি আর আপনার পুত্র বলে পরিচয় দেওয়ার যোগ্য নই।’ 22কিন্তু তার বাবা ভৃত্যদের ডেকে বললেন, শিগ্‌গির সবচেয়ে ভালো পোষাকটি এনে একে পরিয়ে দাও, এর হাতে আংটি ও পায়ে জুতো পরিয়ে দাও। 23তারপর একটি হৃষ্টপুষ্ট বাছুর এনে মার। এস, আজ আমরা ভাল খাওয়া-দাওয়া করি। 24কারণ আমার এই ছেলে মারা গিয়েছিল, কিন্তু সে আবার বেঁচে উঠেছে! হারিয়ে গিয়েছিল সে, ফিরে পেয়েছি তাকে।’ সকলে তখন আনন্দ করতে লাগল।#ইফি 2:1-5; 5:14 25এদিকে তাঁর বড় ছেলে ছিল মাঠে। সে বাড়ি ফেরার পথে কাছাকাছি এসে নাচগানের আওয়াজ শুনতে পেল। 26তখন সে একজন ভৃত্যকে ডেকে জিজ্ঞাসা করল, ‘কি ব্যাপার?’ 27সে তখন বলল, ‘আপনার ভাই ফিরে এসেছে, তাই আপনার বাবা একটি হৃষ্টপুষ্ট বাছুর মেরেছেন। কারণ তিনি তাকে নিরাপদে এবং সুস্থ শরীরে ফিরে পেয়েছেন।’ 28এ কথা শুনে সে খুব রেগে গেল, বাড়ির ভিতর যেতে চাইল না। তার বাবা এসে তাকে অনেক সাধাসাধি করলেন, 29কিন্তু সে তার বাবাকে বলল, ‘দেখুন, কতদিন ধরে আমি আপনার সেবা করছি, কোন দিন আপনার আদেশ অমান্য করিনি। তবু আপনি আমাকে আমার বন্ধুদের সঙ্গে মিলে আনন্দ করার জন্য একটা ছাগলছানাও দেননি। 30কিন্তু এখন আপনার যে ছেলে পতিতাদের পিছনে আপনার সমস্ত সম্পত্তি নষ্ট করে ফিরে এসেছে, তার জন্য আপনি হৃষ্টপুষ্ট বাছুরটা মেরেছেন।’ 31তিনি তখন বললেন, ‘বাবা, তুমি তো সব সময়ই আমার সঙ্গে রয়েছ। আমার যা কিছু সবই তো তোমার।#যোহন 17:10 32তোমার যে ভাই মরে গিয়েছিল, সে বেঁচে উঠেছে, যে হারিয়ে গিয়েছিল তাকে পাওয়া গিয়েছে। এজন্য আমাদের আনন্দিত হওয়া উচিত, উৎসব করা উচিত।’

Цяпер абрана:

লুক 15: BENGALCL-BSI

Пазнака

Падзяліцца

Капіяваць

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце