লুক 13

13
স্বভাবের পরিবর্তন অথবা বিনাশ
1সেই সময় উপস্থিত জনতার মধ্যে কেউ কেউ তাঁকে কয়েকজন গালীল নিবাসীরর কথা বলল। এরা যখন ঈশ্বরের কাছে নৈবেদ্য উৎসর্গ করছিল তখন পীলাত এদের হত্যা করেছিলেন।#প্রেরিত 5:37 2যীশু তাদের উত্তর দিলেন, গালীলের এই লোকেরা এইবাবে নির্যাতিত হয়েছে বলে তোমরা কি মনে কর যে, এরা অন্যান্য গালীল নিবাসীদের চেয়ে বেশী পাপী?#যোহন 9:2 3আমি বলি, না। স্বভাব পরিবর্তন না করলে তোমরাও ওদের মতই ধ্বংস হবে।#গীত 7:12 4অথবা শীলোয়ামের মিনার চাপা পড়ে যে আঠারো জন মারা গিয়েছিল, তোমরা কি মনে কর অন্যান্য জেরুশালেম নিবাসীদের চেয়ে তারা বেশী অপরাধী ছিল? 5আমি বলি, না। স্বভাব পরিবর্তন না করলে তোমরাও ওদের মতই ধ্বংস হবে।
নিষ্ফলা ডুমুর গাছের উপাখ্যান
6এরপর যীশু তাদের একটা উপাখ্যান বললেনঃ এক ব্যক্তি তাঁর আঙ্গুর ক্ষেতে একটা ডুমুরগাছ লাগিয়েছিলেন। একদিন তিনি ফলের আশায় সেই গাছের কাছে এসে একটিও ফল পেলেন না।#লুক 3:9; মথি 3:10; 21:19; মার্ক 11:13 7তখন তিনি ক্ষেতের মালিকে বললেন, আজ তিন বছর ধরে এই ডুমুর গাছে কোন ফল পাচ্ছি না। কেটে ফেল একে। কেন শুধু শুধু এটা জায়গা জুড়ে থাকবে? 8মালি তখন বলল, কর্তা, এ বছরও এটাকে থাকতে দিন। আমি এর গোড়া খুঁড়ে সার দিয়ে দেখি।#২ পিতর 3:9-15 9আগামী বছর যদি ফল ধরে তো ভালই, নইলে এটাকে কেটে ফেলবেন।
সাব্বাথ দিনে পঙ্গু স্ত্রীলোকের আরোগ্যলাভ
10কোন এক সাব্বাথ দিনে সমাজভবনে যীশু শিক্ষা দিচ্ছিলেন। 11সেখানে একটি স্ত্রীলোক ছিল। এক অপদেবতার ভরে সে আঠেরো বছর পঙ্গু হয়ে ছিল। ফলে কুঁজো হয়ে পড়েছিল সে, সোজা হয়ে দাঁড়াতে পারতো না। 12যীশু তাকে দেখতে পেয়ে ডেকে বললেন, ভদ্রে, তোমার ব্যাধি থেকে তুমি মুক্ত হলে। 13এই বলে, তিনি তার মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে দাঁড়াল এবং ঈশ্বরের স্তব করতে লাগল। 14কিন্তু সাব্বাথ দিনে যীশু সুস্থ করেছেন বলে সমাজভবনের অধ্যক্ষ খুব রেগে গিয়ে বললেন, সপ্তাহে আরও যে ছটি দিন আছে, সেই সমস্ত দিনে এ কাজ করা উচিত। ঐ দিনগুলিতে এসে সুস্থ হয়ো, সাব্বাথ দিনে নয়।#যাত্রা 20:9; দ্বি.বি. 5:13 15প্রভু তাকে বললেন, ভণ্ডের দল, তোমরা প্রত্যেকেই কি সাব্বাথ দিনে নিজেদের বলদ কিম্বা গাধাকে গোয়ালঘর থেকে খুলে জল খাওয়াতে নিয়ে যেও না?#লুক 14:5 16এই স্ত্রীলোকটি, যাকে শয়তান আঠেরো বছর ধরে বন্দী করে রেখেছে, সে কি অব্রাহামের কন্যা নয়? সাব্বাথ দিনে কি একে মুক্ত করা উচিত নয়?#লুক 19:9; প্রেরিত 3:25 17তাঁর এই কথায় তাঁর বিপক্ষ দলের লোকের লজ্জিত হল কিন্তু জনতা তাঁর অলৌকিক কাজের জন্য খুব আনন্দ প্রকাশ করল।
সরিষা বীজ ও খামিরের উপাখ্যান
18যীশু বললেন, ঈশ্বরের রাজ্য কিসের মত? কার সঙ্গে এর তুলনা দেব?#মথি 13:31-33; মার্ক 4:30-32 19এ হল একটি সরিষা বীজের মত, একটি লোক একদিন সেটি তার বাগানে পুঁতল। সেটি তারপর বড় হয়ে একটি গাছে পরিণত হল।#দানি 4:12-21; যিহি 17:23; 31:6 আর তখন আকাশের পাখিরা এসে তার ডালে বাসা বাঁধল। 20আবার তিনি বললেন, ঈশ্বরের রাজ্যকে আমি কিসের সঙ্গে তুলনা করব? 21এ হল খামিরের মত। একটি স্ত্রীলোক যা নিয়ে তিন মণ ময়দার মধ্যে রেখে দিল। তাতে সব ময়দাটাই খামিরে মেতে গেল।
সঙ্কীর্ণ প্রবেশ পথ
(মথি 7:13-14,21-23)
22বিভিন্ন গ্রাম ও নগরে শিক্ষা দিতে দিতে যীশু জেরুশালেমের দিকে যাচ্ছিলেন। 23একজন তাঁকে জিজ্ঞাসা করল, প্রভু পরিত্রাণ প্রাপ্ত লোকের সংখ্যা বোধহয় অল্প, তাই না? তিনি 24বললেন, সঙ্কীর্ণ দ্বার দিয়েই প্রবেশ করতে প্রাণপণে চেষ্টা কর। তোমাদের আমি বলে দিচ্ছি, অনেকেই প্রবেশ করতে চেষ্টা করবে কিন্তু পারবে না। 25বাড়ির কর্তা দরজা বন্ধ করে দেওয়ার পর তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় ঘা দিয়ে বলবে, ‘প্রভু দরজা খুলে দিন’ কিন্তু তিনি বলবেন, ‘তোমরা কোথা থেকে এসেছ, আমি জানি না।’#মথি 25:11-12; 7:22-23 26তোমরা তখন বলবে, ‘আপনার সামনে আমরা খাওয়া-দাওয়া করেছি, আমাদের পথে পথে আপনি শিক্ষা দিয়েছেন।’ 27কিন্তু তিনি বলবেন, ‘আমি বলছি, আমি জানি না তোমরা কোথা থেকে দূর হও।’#গীত 6:8 28তোমরা দেখবে অব্রাহাম, ইস্‌হাক, যাকোব ও নবীরা সকলে ঈশ্বরের রাজ্যে রয়েছেন কিন্তু তোমরা বিতাড়িত হয়েছ, তখন তোমরা কাঁদবে ও হা-হুতাশ করবে।#মথি 8:11-12 29পূর্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিক থেকে লোকেরা ঈশ্বরের রাজ্যে এসে আসন গ্রহণ করবে। দেখ,#মালা 1:11; যিশা 49:12; 59:19; গীত 107:3; লুক 14:15 30যারা পিছনে আছে তাদের মধ্যে কেউ কেউ প্রথম স্থান পাবে এবং যারা প্রথমে রয়েছে তাদের কারো কারো স্থান হবে সকলের শেষে।#মথি 19:30
জেরুশালেমের জন্য যীশুর শোক
(মথি 23:37-39)
31ঠিক সেই সময়ে কয়েকজন ফরিশী এসে যীশুকে বললেন, আপনি এখান থেকে চলে যান, কারণ হেরোদ আপনাকে হত্যা করতে চায়। 32তিনি তাদের বললেন, যাও, ঐ শেয়ালটাকে গিয়ে বল যে, আজ ও আগামী কাল আমি অপদেবতা দূর করছি ও রোগীদের সুস্থ করছি, তৃতীয় দিনে আমি আমার কাজ শেষ করব। 33আমি চিরকাল আমার পথেই চলব কারণ জেরুশালেমের বাইরে কোন নবীর মৃত্যু হবে, এ হতেই পারে না। 34জেরুশালেম, জেরুশালেম, তুমি নবীদের হত্যা করেছ, তোমার কাছে যাদের পাঠানো হয়েছিল, তাদের তুমি পাথর মেরেছ, পক্ষীমাতা যেমন তার ডানার তলায় বাচ্চাদের জড়ো করে রাখে তেমনি আমি কতবার তোমাদের একত্র করে রাখতে চেয়েছি, কিন্তু তোমরা থাকলে না।#মথি 23:37-39 35দেখ, তোমাদের গৃহ পরিত্যক্ত হল। তোমাদের আমি বলে দিলাম, যতদিন না তোমরা বলবে, ‘যিনি প্রভুর নামে আসছেন ধন্য তিনি’, ততদিন তোমরা আমাকে আর দেখতে পাবে না।#যির 12:7; 22:5; গীত 69:25; 118:26

Цяпер абрана:

লুক 13: BENGALCL-BSI

Пазнака

Падзяліцца

Капіяваць

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце