লুক 13:18-19

লুক 13:18-19 BENGALCL-BSI

যীশু বললেন, ঈশ্বরের রাজ্য কিসের মত? কার সঙ্গে এর তুলনা দেব? এ হল একটি সরিষা বীজের মত, একটি লোক একদিন সেটি তার বাগানে পুঁতল। সেটি তারপর বড় হয়ে একটি গাছে পরিণত হল। আর তখন আকাশের পাখিরা এসে তার ডালে বাসা বাঁধল।