যোহন 13

13
শিষ্যদের পাদপ্রক্ষালন
1এ হল তারণোৎসবের আগের ঘটনা। যীশু জানতেন, এই পৃথিবী ত্যাগ করে তাঁর পিতার কাচে প্রত্যাবর্তনের লগ্ন সমাগত। এ জগতে যাঁরা তাঁর প্রিয়জন ছিলেন, যাঁদের তিনি খুবই ভালবাসতেন, তাঁদের প্রতি তাঁর ভালবাসার চূড়ান্তরূপ প্রকাশ করলেন।#যোহন 7:30; 8:20; 15:13; 17:11; গালা 2:20; ১ যোহন 3:16
2শিমোন ইষ্কারিয়োতের পুত্র যিহুদার অন্তরে শয়তান ইতিমধ্যেই যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার প্ররোচনা দিয়েছিল।#লুক 22:3 3যীশু ভাল করেই জানতেন যে পিতা তাঁকে সর্বময় কর্তৃত্ব দান করেছেন এবং পিতার কাছ থেকে তিনি এসেছেন ও তাঁরই কাছে ফিরে যাচ্ছেন।#যোহন 3:35; 16:28; 17:2 4তা সত্ত্বেও সবাই যখন ভোজে বসলেন তখন তিনি উঠে এসে নিজের গায়ের জামা খুলে রেখে একখানা তোয়ালে কোমরে জড়ালেন।#মথি 20:27-28; লুক 12:27; ১ পিতর 5:5 5তারপর একটা পাত্রে জল ভরলেন এবং শিষ্যদের পা ধুইয়ে তোয়ালে দিয়ে মুছিয়ে দিতে আরম্ভ করলেন। 6শিমোন পিতরের পালা এলে পিতর তাঁকে বললেন, প্রভু, আপনি কেন আমার পা ধুইয়ে দেবেন?
7যীশু বললেন, আমার কাজের মর্ম তুমি এখন বুঝবে না কিন্তু পরে বুঝবে।
8যীশু বললেন, আমি যদি তোমার পা না ধুয়ে দিই তাহলে আমার সঙ্গে তোমার কোন সম্পর্ক থাকবে না।
9শিমোন পিতর তখন বললেন, তাহলে, প্রভু, শুধু আমার পা নয়, আমার হাত আর মাথাও ধুইয়ে দিন।
10যীশু বললেন, যে স্নান করেছে তার পা ছাড়া আর কিছু ধোবার দরকার নেই। তার সর্বাঙ্গই শুচি। তোমরা শুচি, অবশ্য তোমাদের সকলে নয়।#যোহন 15:3 11কে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তা তিনি জানতেন বলেই বললেন, ‘তোমাদের মধ্যে সকলে নয়।’#যোহন 6:64-71
12সকলের পা ধোয়ানো হয়ে গেলে যীশু জামা পরে আবার গিয়ে বসলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আমি কি করলাম বুঝতে পারলে তোমরা? 13তোমরা আমায় ‘গুরুদেব’, ‘প্রভু’ বলে ডাক এবং তা ঠিকই কারণ আমি তাই-ই।#মথি 23:8-10 14তোমাদের প্রভু এবং গুরু হয়ে আমি যদি তোমাদের পা ধুইয়ে দিতে পারি তাহলে তোমাদেরও পরস্পরের পা ধুইয়ে দেওয়া উচিত।#১ তিম 5:10 15আমি তোমাদের সামনে একটি আদর্শ রেখে গেলাম যেন আমি যা করলাম, তোমরাও তাই কর।#ফিলি 2:5-7; ১ পিতর 2:21; 5:3 16সত্যি সত্যি আমি তোমাদের বলছি যে ভৃত্য প্রভুর চেয়ে বড় নয় এবং প্রেরিত ব্যক্তি প্রেরণকর্তার চেয়ে বড় নয়।#মথি 10:24; যোহন 15:20 17এ কথা যদি তোমরা জেনে থাক এবং তা যদি কার্যতঃ পালন কর তাহলে তোমরা হবে ধন্য।#মথি 7:24; যাকোব 1:25
18আমি তোমাদের সকলের কথা বলছি না। আমি জেনেশুনেই তোমাদের মনোনীত করেছি যাতে সফল হয় শাস্ত্রের এই বাক্য-'যে আমার পরম বন্ধু, যাকে আমি বিশ্বাস করেছিলাম, যে আমার সঙ্গে নিত্য অন্ন গ্রহণ করেছে, আজ সে-ই আমার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে-#গীত 41:9; যোহন 6:70; 15:16 19এই ঘটনা আগেই আমি তোমাদের বলে দিচ্ছি যেন এ ঘটনা ঘটলে পর তোমরা বুঝতে পার যে আমি কে।#যোহন 14:29; 16:1 20সত্যি সত্যি আমি তোমাদের বলছি, আমার প্রেরিত কোন দূতকে যদি কেউ গ্রহণ করে তাহলে সে আমাকেই গ্রহণ করবে এবং আমাকে যে গ্রহণ করবে, যিনি আমাকে পাঠিয়েছেন তাঁকেই সে গ্রহণ করে।#মথি 10:40
বিশ্বাসঘাতকের প্রতি যীশুর ইঙ্গিত
(মথি 26:20-25; মার্ক 14:17-21; লুক 22:21-23)
21এ কথার পর যীশু গভীর মর্মবেদনায় বিচলিত হয়ে পড়লেন। বললেন, সত্যি, সত্যি তোমাদের আমি বলছি, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চলেছে।#মথি 26:21-25; মার্ক 14:18-21; লুক 22:21-23; যোহন 11:33; 12:27
22যীশু কার কথা বলছেন বুঝতে না পেরে শিষ্যেরা হতভম্ব হয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। 23শিষ্যদের মধ্যে যীশু যাঁকে খুব ভালবাসতেন তিনি যীশুর কোন ঘেঁষে বসেছিলেন।#যোহন 18:15; 19:26; 20:2; 21:7-20 24শিমোন পিতর তাঁকে ইসারায় বললেন, জিজ্ঞাসা কর কার কথা উনি বলছেন?
25তখন সেই শিষ্য যীশুর গায়ে হেলে পড়ে তাঁকে জিজ্ঞাসা করলেন, প্রভু, কে সে?
26যীশু বললেন, রুটির টুকরো পাত্রে ডুবিয়ে যাকে দেব সে-ই। তারপর তিনি এক টুকরো রুটি নিয়ে পাত্রে ডুবিয়ে শিমোন ইষ্কারিয়োতের পুত্র যিহুদার হাতে দিলেন। 27রুটি গ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান তার উপর ভর করল। যীশু তাকে বললেন, যা করার তাড়াতাড়ি করে ফেল।#যোহন 13:2 28তাঁর এ কথার মর্ম ভোজে উপস্থিত কেউ বুঝতে পারলেন না। 29কেউ কেউ ভাবলেন, সাধারণ তহবিলের ভার যেহেতু যিহুদার হাতে তাই হয়তো উৎসবের জন্য দরকারী জিনিসপত্র কেনার কথা যীশু তাকে বলছেন কিম্বা গরীবদের কিছু দান করার কথা বলছেন।#যোহন 12:6
30যিহুদার রুটি নিয়ে তক্ষুণি বাইরে বেরিয়ে গেল। বাইরে তখন ঘোর অন্ধকার।
নূতন অনুশাসন
31যিহুদা বাইরে বেরিয়ে গেলে যীশু বললেন, মানবপুত্র এখন মহিমান্বিত হতে চলেছেন এবং তাঁর মাধ্যমে ঈশ্বরও হবেন মহিমান্বিত। 32ঈশ্বর যদি তাঁর মাধ্যমে মহিমান্বিত হল তাহলে ঈশ্বরও আপন মহিমায় তাঁকে মহিমান্বিত করবেন এবং এখনই করবেন।#যোহন 12:23; 17:1-5 33বৎসগণ, আর অল্পকাল তোমাদের সঙ্গে আমি আছি। তারপর আমাকে তোমরা খুঁজবে এবং ইহুদীদের যেমন বলেছি তেমনি তোমাদেরও বলছি, যেখানে আমি যাচ্ছি সেখানে তোমরা যেতে পার না।#যোহন 7:33; 8:21 34একটি নূতন অনুশাসন আমি তোমাদের দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালবেস। আমি যেমন তোমাদের ভালবেসেছি, তেমনি তোমরাও পরস্পরকে ভালবাসবে।#যোহন 15:10-12,23; ১ যোহন 2:5-8; 3:11 35পরস্পরের প্রতি তোমাদের এই ভালবাসা দেখেই সকলে জানবে, তোমরা আমার শিষ্য।
36শিমোন পীতর যীশুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন? যীশু বললেন, আমি যেখানে যাচ্ছি সেখানে এখন তুমি আমার অনুসরণ করতে পার না কিন্তু পরে একদিন অনুসরণ করতে পারবে।#মথি 26:33-35; মার্ক 14:29-31; লুক 22:31-34; যোহন 7:34; 21:18-19
37পিতর তাঁকে জিজ্ঞাসা করলেন, কেন প্রভু এখন আপনাকে অনুসরণ করতে পারব না? আমি আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত।
38যীশু বললেন, সত্যিই কি তুমি আমার জন্য জীবন দিতে পারবে? কিন্তু সত্যিই তোমাকে আমি বলছি, মোরগ ডেকে ওঠার আগে আমাকে তুমি তিনবার অস্বীকার করবে।

Цяпер абрана:

যোহন 13: BENGALCL-BSI

Пазнака

Падзяліцца

Капіяваць

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце