আদিপুস্তক 10
10
নোহের বংশের বিবরণ।
1নোহের পুত্র শেম, হাম ও যেফতের বংশবৃত্তান্ত এই। জলপ্লাবনের পরে তাঁহাদের সন্তান সন্ততি জন্মিল।
2যেফতের সন্তান—গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস। 3গোমরের সন্তান—অস্কিনস, রীফৎ ও তোগর্ম। 4যবনের সন্তান—ইলীশা, তর্শীশ, কিত্তীম ও দোদানীম। 5এই সকল হইতে জাতিগণের দ্বীপনিবাসীরা আপন আপন দেশে স্ব স্ব ভাষানুসারে আপন আপন জাতির নানা গোষ্ঠীতে বিভক্ত হইল।
6আর হামের সন্তান—কূশ, মিসর, পূট ও কনান। কূশের সন্তান—সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। 7রয়মার সন্তান—শিবা ও দদান। 8নিম্রোদ কূশের পুত্র; তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন। 9তিনি সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ হইলেন; তজ্জন্য লোকে বলে, সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ নিম্রোদের তুল্য। 10শিনিয়র দেশে বাবিল, এরক, অক্কদ ও কল্নী, এই সকল স্থান তাঁহার রাজ্যের প্রথম অংশ ছিল। 11সেই দেশ হইতে তিনি অশূরে গিয়া নীনবী, রহোবোৎ-পুরী, কেলহ, 12এবং নীনবী ও কেলহের মধ্যস্থিত রেষণ পত্তন করিলেন; উহা মহানগর। 13আর লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, 14পলেষ্টীয়দের আদিপুরুষ কস্লূহীয়, এবং কপ্তোরীয়, এই সকল মিসরের সন্তান।
15এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন, তাহার পর হেৎ, 16যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়। 17পরে কনানীয়দের গোষ্ঠী সকল বিস্তারিত হইল। 18সীদোন হইতে গরারের দিকে ঘসা পর্য্যন্ত, 19এবং সদোম, ঘমোরা, অদ্মা ও সবোয়ীমের দিকে লাশা পর্য্যন্ত কনানীয়দের সীমা ছিল। 20আপন আপন গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এই সকল হামের সন্তান।
21যে শেম এবরের সকল সন্তানের আদিপুরুষ, আর যেফতের জ্যেষ্ঠ ভ্রাতা, তাঁহারও সন্তান সন্ততি ছিল। 22শেমের এই সকল সন্তান—এলম, অশূর, অফক্ষদ, লূদ ও অরাম। 23অরামের সন্তান—ঊষ, হূল, গেথর ও মশ। 24আর অর্ফক্ষদ শেলহের জন্ম দিলেন, ও শেলহ এবরের জন্ম দিলেন। 25এবরের দুই পুত্র; একের নাম পেলগ [বিভাগ], কেননা তৎকালে পৃথিবী বিভক্ত হইল; তাঁহার ভ্রাতার নাম যক্তন। 26আর যক্তন অল্মোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, 27হদোরাম ঊষল, দিক্ল, ওবল, অবীমায়েল, শিবা, ওফীর, হবীলা ও যোববের জন্ম দিলেন; 28এই সকলে যক্তনের সন্তান। 29মেষা অবধি পূর্ব্বদিকের সফার পর্ব্বত 30পর্য্যন্ত তাহাদের বসতি ছিল। 31আপন আপন গোষ্ঠী, ভাষা, দেশ, ও জাতি অনুসারে এই সকল শেমের সন্তান।
32আপন আপন বংশ ও জাতি অনুসারে ইহারা নোহের সন্তানদের গোষ্ঠী; এবং জলপ্লাবনের পরে ইহাদের হইতে উৎপন্ন নানা জাতি পৃথিবীতে বিভক্ত হইল।
المحددات الحالية:
আদিপুস্তক 10: BENGALI-BSI
تمييز النص
شارك
نسخ
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Far.png&w=128&q=75)
هل تريد حفظ أبرز أعمالك على جميع أجهزتك؟ قم بالتسجيل أو تسجيل الدخول
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.