የYouVersion አርማ
የፍለጋ አዶ

আদিপুস্তক 42

42
যোষেফের ভাইদের মিশরে আগমন
1যাকোব জানতে পারলেন যে মিশরে খাদ্য শস্য রয়েছে। তখন তিনি তাঁর পুত্রদের বললেন, তোমরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছ কেন? 2আমি শুনেছি যে মিশরে শস্য আছে, তোমরা সেখানে গিয়ে শস্য কিনে আন। তা হলে আমাদের আর না খেয়ে মরতে হবে না।#প্রেরিত 7:12 3যোষেফের দশ ভাই তখন শস্য কিনতে মিশরে গেল। 4যোষেফের সহোদর বিন্যামীনকে যাকোব তাদের সঙ্গে পাঠালেন না কারণ তিনি তার জীবনহানির আশঙ্কা করেছিলেন।
5ইসরায়েলের পুত্রেরা অন্যান্যদের সঙ্গে শস্য কিনতে গেল কারণ কনান দেশেও দুর্ভিক্ষ হয়েছিল। 6যোষেফ তখন দেশের শাসনকর্তা এবং তিনি নিজেই দেশের লোকের কাছে শস্য বিক্রি করতেন। যোষেফের ভাইয়েরা তাঁর সম্মুখে এসে আভূমি নত হয়ে প্রণাম করল। 7যোষেফ তাঁর ভাইদের দেখে চিনতে পারলেন কিন্তু এমন ভাণ করলেন যেন তাদের চেনেন না। তিনি রুক্ষ স্বরে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এসেছ? তারা বলল, আমরা কনান দেশ থেকে খাদ্যশস্য কিনতে এসেছি। 8যোষেফ তাঁর ভাইদের চিনতে পেরেছিলেন কিন্তু তারা তাঁকে চিনতে পারল না। 9যোষেফ তাঁর ভাইদের সম্পর্কে যে স্বপ্ন দেখেছিলেন সে কথা তাঁর মনে পড়ল। তিনি তাদের বললেন, তোমরা গুপ্তচর, এ দেশের অরক্ষিত স্থানগুলি দেখার জন্য তোমার এসেছ।#আদি 37:5-10 10তারা বলল, না হুজুর, আপনার এই দাসেরা খাদ্যশস্য কিনতেই এসেছে। 11আমরা সকলে একই ব্যক্তির সন্তান, আমরা সৎ লোক, আপনার এ দাসেরা গুপ্তচর নয়। 12যোষেফ তাদের বললেন, না, তোমরা এ দেশের অরক্ষিত স্থানগুলি দেখতেই এসেছ। 13তারা বলল, আপনার এ দাসেরা বারো ভাই। আমরা সকলেই কনাননিবাসী এক ব্যক্তির সন্তান। আমাদের ছোট ভাইটি এখন পিতার কাছেই রয়েছে, আমাদের আর এক ভাই নিরুদ্দেশ। 14যোষেফ তাদের বললেন, আমি তোমাদের যা বলেছি তা-ই ঠিক, তোমরা গুপ্তচর। 15তোমাদের এখন পরীক্ষা করা হবে। ফারাও-এর দিব্য, তোমাদের ছোট ভাই এখানে না আসা পর্যন্ত তোমরা এখান থেকে যেতে পারবে না। 16তোমাদের কেউ একজন গিয়ে তোমাদের ভাইকে নিয়ে আসুক, বাকী সকলে তোমাদের কথার সত্যতা প্রমাণিত না হওয়া পর্যন্ত কারাগারে বন্দী হয়ে থাকবে। তা যদি না হয় তবে ফারাও-এর দিব্য, তোমরা নিশ্চয়ই গুপ্তচর। 17এ কথা বলে যোষেফ তাদের তিন দিনের কারাদণ্ড দিলেন।
18তৃতীয় দিনে যোষেফ তাদের বললেন, আমি ঈশ্বরকে শ্রদ্ধা করি, আমার কথামত কাজ করলে তোমরা বাঁচতে পারবে। 19তোমরা যদি সত্যিই সৎলোক হও তাহলে তোমাদের ভাইদের মধ্যে একজন শুধু কারাগারে বন্দী হয়ে থাকুক বাকী সকলে তোমাদের ক্ষুর্ধাত পরিবারের জন্য খাদ্যশস্য নিয়ে চলে যাও। 20কিন্তু তোমাদের ছোট ভাইকে অবশ্যই আমার কাছে নিয়ে আসতে হবে, তা হলে তোমাদের কথা সত্য বলে প্রমাণিত হবে এবং তোমাদের প্রাণদণ্ড হবে না। তারা এ কথায় রাজী হল। 21তারা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, আমরা আমাদের ভাইয়ের প্রতি যা করেছি তার জন্য এ শাস্তি আমাদের প্রাপ্য। সে যখন আমাদের কাছে দয়া ভিক্ষা করেছিল তখন তার দুর্দশা দেখেও আমরা তার কথায় কর্ণপাত করি নি। সেই জন্যই আজ আমাদের এই দুর্ভোগ। 22রূবেণ বলল, আমি তোমাদের বলেছিলাম, ছেলেটির প্রতি তোমরা অন্যায় করো না, কিন্তু তোমরা সে কথা শোন নি। এখন তার রক্তপাতের প্রতিফল তোমাদের ভোগ করতে হচ্ছে।#আদি 37:21-22 23তারা জানতে পারল না যে যোষেফ তাদের সব কথাই বুঝতে পারছেন কারণ তিনি দোভাষীর সাহায্যে কথা বলছিলেন। 24যোষেফ তাদের কাছ থেকে সরে গিয়ে কাঁদলেন। তারপর আবার ফিরে এসে তাদের সঙ্গে কথা বললেন। তাদের মধ্য থেকে শিমিয়োনকে বেছে নিয়ে তিনি সকলের সামনেই তাকে বন্দী করলেন। 25তারপর যোষেফ নির্দেশ দিলেন যেন তাদের বস্তাগুলিতে শস্য বোঝাই করে দেওয়া হয় এবং প্রত্যেকের টাকা যেন তাদের বস্তার মধ্যেই রেখে দেওয়া হয়, আর তাদের যাত্রাপথের রসদও দেওয়া হয়। সেই মতই করা হল। 26তারা তাদের গাধার পিঠে শস্যের বস্তা চাপিয়ে সেখান থেকে রওনা হল। 27যাত্রাপথে রাত কাটাবার জন্য তারা এক জায়গায় থামল। সেখানে তাদের একজন তার গাধাকে খাওয়াবার জন্য বস্তা খুলে দেখল বস্তার মুখেই রয়েছে তার টাকা। সে তখন তার ভাইদের বলল, 28আমার টাকা ফেরত দেওয়া হয়েছে, এই দেখ, আমার বস্তার মধ্যেই রয়েছে সেই টাকা। এ দেখে তারা হতভম্ব হয়ে বলাবলি করতে লাগল, ঈশ্বর আমাদের এ কি করলেন? 29তারা কনান দেশে ফিরে এসে তাদের পিতা যাকোবকে সব বৃত্তান্ত জানাল। 30তারা বলল, সেই দেশের শাসনকর্তা আমাদের সঙ্গে রুক্ষভাবে কথাবার্তা বলেছেন। আমরা গুপ্তচর হয়ে সে দেশে গিয়েছি বলে অভিযোগও করেছেন। 31আমরা তাঁকে বলেছি যে আমরা সৎলোক, গুপ্তচর নই। 32আমরা বারো ভাই, একই পিতার সন্তান। আমাদের এক ভাই নিরুদ্দেশ, আর ছোট ভাই কনান দেশে বাবার কাছে রয়েছে। 33সেই দেশের শাসনকর্তা তখন আমাদের বললেন, তোমরা সৎলোক কিনা তা আমি এই ভাবেই জানতে পারব: তোমাদের এক ভাই এখানে আমার কাছে থাকুক, বাকী সকলে তোমাদের ক্ষুর্ধাত পরিবারের জন্য খাদ্যশস্য নিয়ে চলে যাও। 34কিন্তু তোমাদের ছোট ভাইকে আমার কাছে নিয়ে এস। তাহলে আমি জানব যে তোমরা গুপ্তচর নও, সৎলোক। তখন তোমাদের ভাইকে আমি ফিরিয়ে দেব এবং তোমরা স্বাধীন ভাবে দেশের মধ্যে চলাফেরা করতে পারবে।
35শস্যের বস্তা খোলার পর প্রত্যেকেই নিজের বস্তার মধ্যে তার টাকার থলি দেখতে পেল। টাকার থলিগুলো দেখে তাদের পিতা এবং তারা সকলেই খুব আতঙ্কিত হয়ে উঠলেন। 36যাকোব তাদের বললেন, তোমরা আমাকে নিঃসন্তান করে ছাড়বে। যোষেফ নেই, শিমিয়োনও নেই, এখন আবার তোমরা বিন্যামীনকেও নিয়ে যেতে চাইছ, সবই আমার দুর্ভাগ্য। 37রূবেণ তার বাবাকে বল, আমি যদি একে আপনার কাছে ফিরিয়ে না আনি তা হলে আপনি আমার দুই পুত্রকে হত্যা করবেন। আমার দায়িত্বে একে ছেড়ে দিন, আমি ওকে ফিরিয়ে আনব। 38কিন্তু যাকোব বললেন, আমার এই পুত্র তোমাদের সঙ্গে যাবে না। তার ভাই মারা গেছে, সেই শুধু রয়েছে। পথে তার যদি কোন বিপদ ঘটে তাহলে এই বৃদ্ধ বয়সে শোকের বোঝা চাপিয়ে তোমরাই আমাকে কবরে নামিয়ে দেবে।

ማድመቅ

Share

Copy

None

ያደመቋቸው ምንባቦች በሁሉም መሣሪያዎችዎ ላይ እንዲቀመጡ ይፈልጋሉ? ይመዝገቡ ወይም ይግቡ