লুক 3:4-6

লুক 3:4-6 BENGALCL-BSI

নবী যিশাইয়ের গ্রন্থে যেমন লেখা আছেঃ মরুপ্রান্তরে ধ্বনিত হচ্ছে একটি কণ্ঠস্বর, সে ঘোষণা করছেঃ তোমরা প্রভুর জন্য প্রস্তুত কর পথ, সুগম করে দাও তাঁর আগমনের সরণি। ভরিয়ে দেওয়া হবে প্রত্যেকটি গিরিখাত, নত করা হবে সমস্ত গিরি-পর্বতের চূড়া, বক্র যা কিছু হয়ে যাবে সরল, বন্ধুর পথ হবে মসৃণ সমতল। মর্তমানব প্রত্যক্ষ করবে ঈশ্বর-কৃত মহাত্রাণ।