1
আদিপুস্তক 7:1
Pobitro Baibel
এর পরে সদাপ্রভু নোহকে আবার বললেন, “তুমি ও তোমার পরিবারের সবাই জাহাজে উঠবে। আমি দেখতে পাচ্ছি, এখনকার লোকদের মধ্যে কেবল তুমিই সৎ আছ।
对照
探索 আদিপুস্তক 7:1
2
আদিপুস্তক 7:24
পৃথিবী একশো পঞ্চাশ দিন জলে ডুবে রইল।
探索 আদিপুস্তক 7:24
3
আদিপুস্তক 7:11
নোহের বয়স যখন ছ’শো বছর চলছিল, সেই বছরের দ্বিতীয় মাসের সতেরো দিনের দিন মাটির নীচের সমস্ত জল হঠাৎ বের হয়ে আসতে লাগল আর আকাশেও যেন ফাটল ধরল।
探索 আদিপুস্তক 7:11
4
আদিপুস্তক 7:23
ঈশ্বর এইভাবে ভূমির সমস্ত প্রাণী পৃথিবীর উপর থেকে মুছে ফেললেন। তাতে মানুষ, পশু, বুকে-হাঁটা প্রাণী এবং আকাশের পাখী পৃথিবীর উপর থেকে মুছে গেল। কেবল নোহ এবং তাঁর সংগে যাঁরা জাহাজে ছিলেন তাঁরাই বেঁচে রইলেন।
探索 আদিপুস্তক 7:23
5
আদিপুস্তক 7:12
চল্লিশ দিন আর চল্লিশ রাত ধরে পৃথিবীর উপরে বৃষ্টি পড়তে থাকল।
探索 আদিপুস্তক 7:12
主页
圣经
计划
视频