1
আদিপুস্তক 11:6-7
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
আর সদাপ্রভু বললেন, “দেখ, তারা সবাই এক জাতি ও এক ভাষাবাদী; এখন এই কাজে যুক্ত হল; এর পরে যা কিছু করতে ইচ্ছা করবে, তা থেকে তারা থেমে যাবে না। এস, আমরা নিচে গিয়ে, সেই জায়গায় তাদের ভাষার ভেদ জন্মাই, যেন তারা এক জন অন্যের ভাষা বুঝতে না পারে।”
موازنہ
تلاش আদিপুস্তক 11:6-7
2
আদিপুস্তক 11:4
পরে তারা বলল, “এস, আমরা নিজেদের জন্য এক শহর ও আকাশকে নাগাল পেতে পারে এমন এক উঁচু বাড়ি (মিনার) তৈরী করে নিজেদের নাম বিখ্যাত করি, যদি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ি।”
تلاش আদিপুস্তক 11:4
3
আদিপুস্তক 11:9
এই জন্য সেই শহরের নাম বাবিল [ভেদ] হল; কারণ সেই জায়গায় সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মিয়েছিলেন এবং সেখান থেকে সদাপ্রভু তাদেরকে সমস্ত পৃথিবীতে ছিন্নভিন্ন করেছিলেন।
تلاش আদিপুস্তক 11:9
4
আদিপুস্তক 11:1
সমস্ত পৃথিবীতে এক ভাষা ও একই কথা ছিল।
تلاش আদিপুস্তক 11:1
5
আদিপুস্তক 11:5
পরে মানুষেরা যে শহর ও উঁচু বাড়ি (মিনার) তৈরী করছিল, তা দেখতে সদাপ্রভু নেমে এলেন।
تلاش আদিপুস্তক 11:5
6
আদিপুস্তক 11:8
আর সদাপ্রভু সেখান থেকে সমস্ত পৃথিবীতে তাদেরকে ছিন্নভিন্ন করলেন এবং তারা শহর তৈরী করা থেকে থেমে গেল।
تلاش আদিপুস্তক 11:8
صفحہ اول
بائبل
مطالعاتی منصوبہ
Videos