1
যোহন 4:24
পবিএ বাইবেল CL Bible (BSI)
ঈশ্বর আত্মাস্বরূপ। তাঁর উপাসনা যারা করবে, আত্মায় ও সত্যেই তাদের উপাসনা করতে হবে। সেই নারী বলল, আমি জানি যে মশীহ আসছেন।
Karşılaştır
যোহন 4:24 keşfedin
2
যোহন 4:23
কিন্তু এমন সময় আসছে, এমন কি এখনই সেই সময়, যখন প্রকৃত উপাসকেরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে। পিতা এমন উপাসকেরই সন্ধান করেন।
যোহন 4:23 keşfedin
3
যোহন 4:14
কিন্তু আমি যে জল দেব তা যে পান করবে সে আর কখন তৃষ্ণার্ত হবে না। আমার দেওয়া জলে তার অন্তর থেকে উৎসারিত হবে অনন্ত জীবনের ধারা।
যোহন 4:14 keşfedin
4
যোহন 4:10
যীশু তাকে উত্তর দিলেন, যদি তুমি জানতে ঈশ্বরের দানের কথা এবং যদি জানতে কে তোমায় বলছেন ‘আমাকে জল দাও’, তাহলে তুমিই তাঁর কাছে জল চাইতে এবং তিনি তোমাকে জীবনবারি দান করতেন।
যোহন 4:10 keşfedin
5
যোহন 4:34
যীশু তাঁদের বললেন, যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর ইচ্ছা পালন করা ও তাঁর কাজ সমাধা করাই হচ্ছে আমার আহার্য।
যোহন 4:34 keşfedin
6
যোহন 4:11
সেই নারী তাঁকে বলল, মহাশয় আপনার তো কলসী নেই, আর কুয়োটিও গভীর। তাহলে কোথা থেকে আপনি জীবনবারি পাবেন?
যোহন 4:11 keşfedin
7
যোহন 4:25-26
তিনি এসে সব কিছুই আমাদের বুঝিয়ে দেবেন। যীশু তাকে বললেন, তোমার সঙ্গে কথা বলছি যে আমি, আমিই তিনি।
যোহন 4:25-26 keşfedin
8
যোহন 4:29
একজনকে দেখবে এস, আমি যা কিছু করেছি, সব তিনি বলে দিয়েছেন। বোধহয় ইনিই সেই মশীহ।
যোহন 4:29 keşfedin
Ana Sayfa
Kutsal Kitap
Okuma Planları
Videolar