যোহন। 6:19-20

যোহন। 6:19-20 BENGALI-BSI

এইরূপে দেড় বা দুই ক্রোশ বাহিয়া গেলে পর তাঁহারা যীশুকে দেখিতে পাইলেন, তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া নৌকার নিকটে আসিতেছেন; ইহাতে তাঁহারা ভয় পাইলেন। কিন্তু তিনি তাঁহাদিগকে কহিলেন, এ আমি, ভয় করিও না।