1
পয়দায়েশ 25:23
কিতাবুল মোকাদ্দস
তখন মাবুদ তাঁকে বললেন, তোমার জঠরে দু’টি জাতি আছে, ও তোমার উদর থেকে দু’টি বংশ পৃথক হবে; এক বংশ অন্য বংশের চেয়ে বলবান হবে, ও জ্যেষ্ঠ কনিষ্ঠের গোলাম হবে।
Uporedi
Istraži পয়দায়েশ 25:23
2
পয়দায়েশ 25:30
আরজ করি, ঐ লাল, ঐ লাল দিয়ে আমার উদর পূর্ণ করো। এজন্য তাঁর নাম ইদোম (লাল) খ্যাত হল।
Istraži পয়দায়েশ 25:30
3
পয়দায়েশ 25:21
ইস্হাকের স্ত্রী বন্ধ্যা হওয়াতে তিনি তাঁর জন্য মাবুদের কাছে মুনাজাত করলেন। তাতে মাবুদ তাঁর মুনাজাত শুনলেন, তাঁর স্ত্রী রেবেকা গর্ভবতী হলেন।
Istraži পয়দায়েশ 25:21
4
পয়দায়েশ 25:32-33
ইস্ বললেন, দেখ, আমি মৃতপ্রায়, জ্যেষ্ঠাধিকারে আমার কি লাভ? ইয়াকুব বললেন, তুমি আজ আমার কাছে কসম খাও। তাতে তিনি তাঁর কাছে কসম খেলেন। এভাবে তিনি তাঁর জ্যেষ্ঠাধিকার ইয়াকুবের কাছে বিক্রি করলেন।
Istraži পয়দায়েশ 25:32-33
5
পয়দায়েশ 25:26
পরে তার ভাই ভূমিষ্ঠ হল। তার হাত ইসের পায়ের গোড়ালি ধরেছিল, আর তার নাম ইয়াকুব (গোড়ালি-ধরা) হল; ইস্হাকের ষাট বছর বয়সে এই যমজ পুত্র হল।
Istraži পয়দায়েশ 25:26
6
পয়দায়েশ 25:28
শিকার করে আনা হরিণের গোশ্ত খেতে পছন্দ করতেন বলে ইস্হাক ইস্কে ভালবাসতেন কিন্তু রেবেকা ইয়াকুবকে ভালবাসতেন।
Istraži পয়দায়েশ 25:28
Početna
Biblija
Planovi
Video zapisi