Prevodi Svetega pisma

বাংলা সমকালীন সংস্করণ

Bengali (Bangla)

Biblica (বিবলিকা), The International Bible Society (দ্যা ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটি), বাইবেল অনুবাদ ও প্রকাশনার মাধ্যমে ঈশ্বরের বাক্য মানুষের কাছে পৌঁছে দেয়; আফ্রিকা, পূর্ব এশিয়া প্যাসিফিক, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং দক্ষিণ এশিয়ায় বিবলিকা ঈশ্বরের বাক্য সরবরাহ করে। বিশ্বব্যাপী প্রচেষ্টার মাধ্যমে, বিবলিকা মানুষের সঙ্গে ঈশ্বরের বাক্য যুক্ত করে যাতে, যীশু খ্রীষ্টের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে, তাদের জীবন রূপান্তরিত হয়।


Biblica, Inc.

BCV ZALOŽNIK

Več o tem

Druge različice Biblica, Inc.