1
যোহনলিখিত সুসমাচার 3:16
পবিত্র বাইবেল
কারণ ঈশ্বর এই জগতকে এতোই ভালবাসেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে দিলেন, যেন সেই পুত্রের ওপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন লাভ করে।
နှိုင်းယှဉ်
যোহনলিখিত সুসমাচার 3:16ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
2
যোহনলিখিত সুসমাচার 3:17
ঈশ্বর জগতকে দোষী সাব্যস্ত করার জন্য তাঁর পুত্রকে এ জগতে পাঠাননি, বরং জগত যেন তাঁর মধ্য দিয়ে মুক্তি পায় এইজন্য ঈশ্বর তাঁর পুত্রকে পাঠিয়েছেন।
যোহনলিখিত সুসমাচার 3:17ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
3
যোহনলিখিত সুসমাচার 3:3
এর উত্তরে যীশু তাঁকে বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, নতুন জন্ম না হলে কোন ব্যক্তি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না।”
যোহনলিখিত সুসমাচার 3:3ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
4
যোহনলিখিত সুসমাচার 3:18
যে কেউ তাঁকে বিশ্বাস করে তার বিচার হয় না। কিন্তু যে কেউ তাঁকে বিশ্বাস করে না, সে দোষী সাব্যস্ত হয়, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের ওপর বিশ্বাস করে নি।
যোহনলিখিত সুসমাচার 3:18ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
5
যোহনলিখিত সুসমাচার 3:19
আর এটাই বিচারের ভিত্তি। জগতে আলো এসেছে, কিন্তু মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশী ভালবেসেছে, কারণ তারা মন্দ কাজ করেছে।
যোহনলিখিত সুসমাচার 3:19ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
6
যোহনলিখিত সুসমাচার 3:30
তিনি উত্তরোত্তর বড় হবেন, আর আমি অবশ্যই নগন্য হয়ে যাব।
যোহনলিখিত সুসমাচার 3:30ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
7
যোহনলিখিত সুসমাচার 3:20
যে কেউ মন্দ কাজ করে সে আলোকে ঘৃণা করে, আর সে আলোর কাছে আসে না, পাছে তার কাজের স্বরূপ প্রকাশ হয়ে পড়ে।
যোহনলিখিত সুসমাচার 3:20ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
8
যোহনলিখিত সুসমাচার 3:36
যে কেউ পুত্রের ওপর বিশ্বাস করে সে অনন্ত জীবনের অধিকারী হয়; কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনও লাভ করে না, বরং তার ওপরে ঈশ্বরের ক্রোধ থাকে।”
যোহনলিখিত সুসমাচার 3:36ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
9
যোহনলিখিত সুসমাচার 3:14
“মরুভূমির মধ্যে মোশি যেমন সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি মানবপুত্রকে অবশ্যই উঁচুতে ওঠানো হবে।
যোহনলিখিত সুসমাচার 3:14ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
10
যোহনলিখিত সুসমাচার 3:35
পিতা তাঁর পুত্রকে ভালবাসেন, আর তিনি তাঁর হাতেই সব কিছু সঁপে দিয়েছেন।
যোহনলিখিত সুসমাচার 3:35ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
ပင်မစာမျက်နှာ
ကျမ်းစာ
အစီအစဉ်
ဗီဒီယို