1
যোহন 10:10
বাংলা সমকালীন সংস্করণ
চোর আসে কেবল চুরি, হত্যা ও ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তা পূর্ণরূপেই পায়।
နှိုင်းယှဉ်
যোহন 10:10ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
2
যোহন 10:11
“আমিই উৎকৃষ্ট মেষপালক। উৎকৃষ্ট মেষপালক মেষদের জন্য তাঁর প্রাণ সমর্পণ করেন।
যোহন 10:11ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
3
যোহন 10:27
আমার মেষেরা আমার কণ্ঠস্বর শোনে, আমি তাদের জানি, আর তারা আমাকে অনুসরণ করে।
যোহন 10:27ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
4
যোহন 10:28
আমি তাদের অনন্ত জীবন দান করি; তারা কোনোদিনই বিনষ্ট হবে না। আর কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না।
যোহন 10:28ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
5
যোহন 10:9
আমিই দ্বার, আমার মধ্য দিয়ে যে প্রবেশ করবে, সে রক্ষা পাবে। সে ভিতরে আসবে ও বাইরে যাবে, আর চারণভূমির সন্ধান পাবে।
যোহন 10:9ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
6
যোহন 10:14
“আমিই উৎকৃষ্ট মেষপালক, আমার মেষদের আমি জানি ও আমার নিজেরা আমাকে জানে
যোহন 10:14ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
7
যোহন 10:29-30
আমার পিতা, যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সবার চেয়ে মহান। আমার পিতার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারে না। আমি ও পিতা, আমরা এক।”
যোহন 10:29-30ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
8
যোহন 10:15
যেমন পিতা আমাকে জানেন ও আমি পিতাকে জানি—আর মেষদের জন্য আমি আমার প্রাণ সমর্পণ করি।
যোহন 10:15ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
9
যোহন 10:18
কেউ আমার কাছ থেকে তা কেড়ে নিতে পারে না। আমি স্বেচ্ছায় আমার প্রাণ সমর্পণ করি। সমর্পণ করার অধিকার এবং তা ফিরে পাওয়ারও অধিকার আমার আছে। আমার পিতার কাছ থেকে আমি এই আদেশ লাভ করেছি।”
যোহন 10:18ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
10
যোহন 10:7
তাই যীশু তাদের আবার বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, আমিই মেষদের দ্বার।
যোহন 10:7ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
11
যোহন 10:12
বেতনজীবী লোক মেষপালক নয়, সে মেষপালের মালিকও নয়। তাই সে নেকড়ে বাঘকে আসতে দেখে, মেষদের ছেড়ে পালিয়ে যায়। নেকড়ে তখন মেষপালকে আক্রমণ করে ছিন্নভিন্ন করে দেয়।
যোহন 10:12ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
12
যোহন 10:1
পরে যীশু বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, যে ব্যক্তি সদর দরজা দিয়ে মেষদের খোঁয়াড়ে প্রবেশ না করে অন্য কোনো দিক দিয়ে ডিঙিয়ে আসে, সে চোর ও দস্যু।
যোহন 10:1ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
ပင်မစာမျက်နှာ
သမ္မာကျမ်းစာ
အစီအစဉ်များ
ဗီဒီယိုများ